v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-01 16:56:26    
সব কিছু বাচ্চাদের জন্যই--- চীনের সুং ছিংলিং তহবিল সংস্থা

cri

    আজ পয়লা জুন আন্তর্জাতিক শিশু দিবস । চীনের ১৩০ কোটি লোক সংখ্যার মধ্যে ৩০ কোটি হল অপ্রাপ্তবয়স্ক মানুষ । চীনে শিশুরা সবসময় বেশি ভালবাসা ও যত্ন পায় । তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য " অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা আইন"সহ নানা বিশেষ আইন রয়েছে । তাছাড়া চীনে শিশু বিষয়ক বিশেষ সংস্থাও রয়েছে । অনেক সামাজিক গোষ্ঠী সরকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে কাজ করছে ।তারা শিশুদের লালনপালনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিগত ২৫ বছর ধরে চীনের সুং ছিংলিং তহবিল সংস্থা শিশুদের উন্নয়নে মনোযোগ দিয়ে আসছে ।

    সুং ছিংলিং চীনের প্রয়াত নেতৃবৃন্দগণের মধ্যে ছিলেন অন্যতম একজন। চীনা জাতির স্বাধীনতা ও জনগণের সুখ শান্তির জন্য তিনি বিশেষ অবদান রেখেছিলেন । ১৯৮১ সালে তার মৃত্যু হয় । তখন তিনি চীনের অবৈতনিক প্রেসিডেন্ট ছিলেন ।

    সুং ছিংলিং সারা জীবন ধরে তিনি শিশুদের যত্ন নিতেন । জীবিতকালে তিনি শিশু বিষয়ক কাজকে ভবিষ্যত সৃষ্টির কাজ হিসেবে গ্রহণকরতেন । তার মৃত্যুর দ্বিতীয় বছরে তার নামে গঠিত সুং ছিংলিং তহবিল সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । এখন তহবিল সংস্থাটির মোট সম্পদের মূল্য ১০ কোটি রেনমিনপি ছাড়িয়েছে ।

    তহবিল সংস্থার বর্তমান মহাসচিব লি নিং জানিয়েছেন , বিগত ২৫ বছরে তহবিল সংস্থা সুং ছিংলিংয়ের শেষ আশা অনুসারে শিশু বিষয়ক কাজ উন্নয়ন এবং শিশুদের সুষ্ঠুভাবেবড় হওয়ার ওপর যত্ন দেয়াকে তহবিল সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে আসছে এবং শিশুদের উন্নয়ন ও স্বাস্থ্য নিয়ে ধারাবাহিক কল্যাণকরকার্যক্রম চালিয়েছে । তিনি বলেছেন , ছেলেমেয়েদের গুণগতমান উন্নত করা এবং নৈতিক দিক থেকে বাচ্চাদের শিক্ষা দেয়ার বিষয় নিয়ে আমরা শিশু দের উদ্ভাবন পুরস্কার , সুং ছিংলিং শিশু সাহিত্য পুরস্কার বিতরণ সহ ধারাবাহিক কার্যক্রম চালিয়েছি । তাছাড়া আমরা আবিস্কারার্থ গ্রীষ্ম শিবির তত্পরতার আয়োজন করেছি । অনুন্নত অঞ্চলে স্কুলচ্যুত ছেলেমেয়েদের আর্থিক সাহায্য দেয়া সহ দারিদ্র্য বিমোচন কার্যক্রম চালিয়েছি এবং নারী ও শিশুদের চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কাজ সম্পর্কিত ধারাবাহিক কাজ করেছি ।

    লাখ লাখ ছেলেমেয়ে এই সব কার্যক্রম থেকে উপকৃত হয়েছে ।

    ১২ বছর বয়সী ছেন সি দক্ষিণ চীনের ছাং সা শহরের একটি প্রাথমিকস্কুলের ছাত্রী । সাধারণ সময় সে মনোযোগের সঙ্গে দৈনিক জীবনকে লক্ষ্য করে এবং এথেকে যে উপলব্ধি হয় তাকে হাতের কাজের মাধ্যমে সৃষ্টি করে নতুনভাবে। কিছু দিন আগে তার তৈরী হাতঘড়ির কম্পাস সুং ছিংলিং শিশু উদ্ভাবনের ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে । পুরস্কার পাওয়ায় তার আস্থা আরও জোরদার হয়েছে । সম্প্রতি ছেন সি আর একটি উদ্ভাবনের কথা ভাবছে । সে বলেছেন , উদ্ভাবনের সময় আমাকে স্বয়ং হাত দিয়েই কাজ করতে হবে । উদ্ভাবনের সময় আমি অনেক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান শিক্ষা লাভ করতে পারি । সঙ্গে সঙ্গে আমার হাতের ক্ষমতাও অনেক বেড়ে যায় ।

   সুং ছিংলিং শিশু উদ্ভাবন পুরস্কার হল সুং ছিংলিং তহবিল সংস্থার বহু পুরস্কারের মধ্যে একটা । এ পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের প্রায় এক লাখ শিশু এ কার্যক্রমে অংশ নিয়েছে । কয়েক হাজার ছেলেমেয়ে পুরস্কারওপেয়েছে । সুং ছিংলিং শিশু উদ্ভাবন পুরস্কার সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান লু শান বলেছেন , যাতে স্কুলে শিক্ষা লাভের পাশাপাশি ছেলেমেয়েরা আরও বেশি অনুশীলনের সুযোগ পায় তার জন্য এই কার্যক্রম চালানো হয় । তিনি বলেছেন , ছেলেমেয়েদের উদ্ভাবনের এবং অনুশীলনের ক্ষমতা বাড়ানো আমাদের উদ্দেশ্য । রাষ্ট্রের উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল । বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানুষের উপর নির্ভরশীল । দক্ষমানুষ শিশুকাল থেকেই লালনপালন করতে হবে । এটাই আমাদের চিন্তাধারা ।

    শহরের অনেক পরিবারে মাত্র একটি সন্তান আছে । বাড়িতে বেশি আদর পেয়েছে বলে দৈনন্দিনজীবনে নিজের ব্যক্তিগতকাজে তারা অক্ষম। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুং ছিংলিং তহবিল সংস্থা গ্রীষ্মকালে আবিস্কারার্থ শিবির তত্পরতার আয়োজনের মাধ্যমে ছেলেমেয়েদের জন্য অনুশীলনের সুযোগ সৃষ্টি করছে।

    সাধারণ গ্রীষ্মকালীন শিবিরের তুলনায় সুং ছিংলিং তহবিল সংস্থার এই কার্যক্রম শহর থেকে অনেক দূরের অন্তর্মঙ্গোলিয়া তৃণভূমিতে চালানো হয় । প্রতিদিন প্রত্যেক ছেলেমেয়েকে দশ-বারো কেজির মালপত্র বহন করে দশ-বারো কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। নিজেদেরকে রান্না করতে হয়। তাদের খাওয়া বা ব্যবহারের জন্য পানি সীমিত রাখতে হয় । শহরে বসবাসকারী ছেলেমেয়েদের জন্য এটা একটি বিরাট চ্যালেঞ্জ বলা যায় ।

    পেইচিংয়ের ১১ বছর বয়সী ইয়ুন চুং ও ইয়ু পেই দুজন জমজ ভাই । গতবছর তারা এই শিবিরের তত্পরতায় অংশ নিয়েছে । নিজের অভিজ্ঞতা বলতে তারা খুব খুশি । ইয়ু চুং বলেছে,আগে আমরা কিছু করতে পারতাম না ।এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দক্ষতা অনেক বেড়েছে । শিবিরের তত্পরতা আমাদের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ ।

সুং ছিংলিং তহবিল সংস্থা দারিদ্র্য অঞ্চল ও গ্রামের ছেলেমেয়েদের ওপরও গুরুত্ব দেয় ।তারা " পশ্চিম চীনের নারী ও শিশুদের স্বাস্থ্য রক্ষা পরিকল্পনা", " পশ্চিম চীনের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা" সহ নানা কার্যক্রম চালিয়েছে ।

    শহরে মজুরী কাতে গেছেন এমন কৃষকদের ছেলেমেয়েদেরও সংস্থাটি খুব যত্ন করে । এ বছরের শিশু দিবস চলাকালে পেইচিং সুং ছিংলিং শিশু বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রে শহরে লেখাপড়ারত গ্রামীণছেলেমেয়েদের জন্য সৌর শক্তি চালিত মডেল গাড়ির প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

    আনহুই প্রদেশের গ্রামীণমেয়ে লিউ রোং দু বছর আগে বাবা মা'র সঙ্গে পেইচিং এসেছে । তার তৈরী সৌর শক্তি চালিত মডেল গাড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছে । রোদের মাটিতে মডেল গাড়িটা রাখলে গাড়িটা নির্দিষ্ট দিকে দ্রুত চলতে পারে । সে বলেছে, গ্রামে এধরণের তত্পরতায় সে কখনো অংশ নেয়নি । এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে । এথেকে আমি অনেক শিখেছি । পরে এধরনের তত্পরতায় আবারও অংশ নেয়ার ব্যাপারে আমি খুব আশাবাদী ।

    তহবিল সংস্থার মহাসচিব লি নিং বলেছেন , পরবর্তীকালে তারা প্রধানত অনুন্নত গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের জন্য নানা ধরনের তত্পরতার ব্যবস্থা নেবে । তিনি বলেছেন , গ্রামাঞ্চলে বাবা মা শহরে মজুরী করতে গেছে এমন অনেক ছেলেমেয়ে রয়েছে। বিশেষ করে অনুন্নত অঞ্চলে কাপড়চোপড় ও ওষুধের অভাব, চিকিত্সার অবস্থা অনেক দুর্বল । তাদের কিছু বাস্তব সমস্যার সমাধান করা আমাদের পরবর্তীকালের প্রধান কাজ হবে ।