v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-01 10:32:35    
ছিংহাই প্রদেশের ৯০ শতাংশ কৃষক ও পশুপালক গ্রামাঞ্চলের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নেন

cri
    সম্প্রতি ছিংহাই প্রদেশের স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, ২০০৩ সাল থেকে এই অঞ্চলে নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালানোর কয়েক বছর ধরে ছিংহাই প্রদেশ অব্যাহতভাবে এই নীতি কার্যকরের আওতা বাড়ছে এবং ভাল ফলাফল অর্জিত হয়েছে।

    *সম্প্রতি সি আন শহরের স্বাস্থ্য ব্যুরো "কয়েক হাজার নার্স গ্রামাঞ্চলে প্রবেশ করা"কার্যক্রম শুরু করেছে। শহরের চিকিত্সক সংস্থার নার্স গ্রামাঞ্চলের ক্লিনিকগুলোর ব্যবস্থাপনা পূর্ণাঙ্গে সাহায্য করবেন।

    *চীনের কৃষিমন্ত্রী সুন চেংছাই সম্প্রতি কুইচৌ শহরে বলেছেন, চীন গ্রামাঞ্চলের জীবানু জ্বালানীসম্পদ উন্নয়ন করবে। যাতে দেশের শক্তি কমানোর ক্ষেত্রে অবদান রাখা যায়। তিনি বলেন, গ্রামাঞ্চলের জীবানু জ্বালানীসম্পদ উন্নয়ন করতে প্রথমে পুরোপুরিভাবে গ্রামাঞ্চলের বর্জ্য ব্যবহার করা হবে। চীনের গ্রামাঞ্চলে প্রতি বছর ফসলের খড় এবং গৃহপালিত হাঁস-মুরগীর মল সৃষ্টি হয়। এসব বর্জ্য ব্যবহার করে মিথেন গ্যাসসহ দূষণমুক্ত জ্বালানীসম্পদ উন্নয়ন করে কয়লা ও তেলসহ বিভিন্ন জ্বালানীসম্পদের স্থলাভিষিক্ত করা হবে।

    *ইয়েন আন শহরের টেলিকমিউনিকেশন বিভাগ থেকে জানা গেছে, ইয়েন আন শহরের ৩৩৮৮টি প্রশাসনিক গ্রামে টেলিফোন ব্যবহার করা যায়।

    ইয়েন আন শহরের প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ। বিশেষ করে ব্যাপক গ্রামাঞ্চলে বড় বড় পাহাড় আছে। পরিবহনে অসুবিধা রয়েছে।

  "প্রতি গ্রামে টেলিফোন ব্যবহার করা" কার্যক্রমে ইয়েন আন টেলিকমিউনিকেশন বিভাগ যথাক্রমে ৩৭ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করেছে। ফলে প্রত্যেক গ্রামে টেলিফোন ব্যবহারের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।