v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-01 10:26:00    
চাওয়া পাওয়া ( ২৫ মার্চ )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। এই রবিবারের রাতে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি খুব খুশি। গত সপ্তাহে আপনারা কিভাবে কাটিয়েছেন? আশা করি, সুন্দর সুন্দর গানের মাধ্যমে আপনাদের আরাম লাগবে।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের এ.এইচ.এম.গোলাম রসুল আমাদের অনুষ্ঠানে তাঁর প্রিয় ব্যান্ড শিল্পী জেমস-এর কন্ঠে "দুখিনী দুঃখ করনা" গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, সবাই একসঙ্গে গানটি শুনি।

    বাংলাদেশের গাইবান্ধা জেলার মাজেদুল ইসলাম বিপ্লব আমাকে দেয়া চিঠিতে লিখেছেন: শিল্পী মাকসুদের যে কোন একটি হিট গান শোনালে খুশী হবেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার অনুরোধ পূরণ করবো। "মারেফতের পতাকা" গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    বাংলাদেশের জামালপুর জেলার বালিজুড়ী বাজার গ্রামের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভানেত্রী কামরুন নাহার শীলা আমাদের অনুষ্ঠানে হাবিব ওয়াহিদের গাওয়া "ভালবাসবো বাসবো বন্ধুরে"এই গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, চলুন, গানটি শোনা যাক।

    ভারতের পশ্চিম বঙ্গের বর্দ্ধমান জেলার সিদ্দার্থ মন্ডল আমাদের অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া "আশা ছিল ভালোবাসা ছিল"গানটি শুনতে চেয়েছেন। আমি মনে করি গত সপ্তাহে আমি এই গান আপনাদের শুনিয়েছিলাম। আজ আমি গানটি আবারও শোনাচ্ছি। আশা করি, আপনি খুব খুশি হবেন।

    বাংলাদেশের লালমনির হাট জেলার দিখল টারী বসিন টারী গ্রামের মো: রাশিদুল ইসলাম রশিদ আমাদের অনুষ্ঠানে অমিত কুমারের গাওয়া "আমি একা রাত একা আমার কেউ নেই"নামে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু খুব দুঃখিত, গানটি আমাদের হাতে নেই। এখন আমরা "মুছে যাওয়া দিনগুলি"আরেকটি গান শুনি।

    আচ্ছা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ হলো। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। সবাই সুন্দর থাকুন, সস্থ থাকুন। আবার কথা হবে।