v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-31 20:52:21    
ইন্টারনেট চীনাদের জীবনে বৈচিত্র্য এনে দিচ্ছে

cri
    সম্প্রতি প্রকাশিত চীনের ইন্টারনেট তথ্য কেন্দ্রের একটি পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাস পর্যন্ত চীনের নেট নাগরিকদের সংখ্যা আট কোটি সত্তর লক্ষে পৌঁছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থান অধিকার করেছে । নেটওয়ার্ক চীনের অর্থনীতি , বিজ্ঞান ,প্রযুক্তি , সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রেগুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে ।

    মি: লি সিয়াও জুন দক্ষিণ পুর্ব চীনের ফু চিয়ান প্রদেশের ফুচৌ শহরে বাস করেন । কিছু দিন আগে একটি কাজের জন্য বন্ধুদের সংগে তাকে পেইচিংয়ে আসতে হয়েছে । পেইচিংয়ে এটা তাঁর প্রথম আগমন । অজানা পেইচিংয়ে তার কোনো পরিচিত লোক নেই ।তাই তিনি ইন্টারনেটের মাধ্যমে হোটেলের রুম বুকিং করেছেন । ফলে পেইচিংয়ে তাঁর থাকার সমস্যা রাতারাতি সুরাহা করা হয়েছে । মিং লি সি আর আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন , তিনি ইন্টারনেটের মাধ্যমে পেইচিংয়ের আবহাওয়ার তথ্যও পেয়েছেন ।

    তিনি বলেছেন :জাতীয় দিবস উপলক্ষে পেইচিংয়ে ভ্রমনকারীদেরসংখ্যা বহু গুণ বৃদ্ধি পায় , তাই হোটেলের রুম পাওয়া কঠিন । তবে ইন্টারনেটের কল্যানে আমার অনেক সময় বেঁচে গেল । পেইচিংয়ে তাপমাত্রার ব্যবধান বেশী । আমার আশংকা ছিল , দক্ষিণ চীনের মানুষ হিসেবে পেইচিংয়ের আবহাওয়ার সংগে নিজেকে খাপ খাওয়াতে পারব না । তাই ইন্টারনেটে পেইচিংয়ের আবহাওয়ার কিছু তথ্য পেয়ে গরম কাপড় নিয়ে যাত্রা করলাম । বলা বাহুল্য ইন্টারনেটের সুবাদে আমাদের জীবনের অনেক সুবিধা হয়েছে ।

    তথ্য সংগ্রহ ছাড়া ইন্টারনেট চীনাদের ডাক যোগাযোগেরপদ্ধতির পরিবর্তন এনেছে। অতীতে টেলিফোন ও চিঠিই চীনাদের যোগাযোগের প্রধান উপায়। ইন্টারনেটের অভ্যুদয়ের পর অধিক থেকে অধিকতর সংখ্যক চীনারা ই- মেল পাঠাতে আরম্ভ করেছেন এবং কিউ কিউ বা এম এস এন প্রভৃতি মাধ্যমে অন-লাইন সংলাপ করছেন । পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লি এর তং প্রত্যক সপ্তাহে ওয়েব সাইট পরিদর্শন করেন । তিনি ওয়েব সাইট থেকে তাঁর পড়াশোনার বিষয়ের সংগে সম্পর্কিত প্রচুর প্রামান্য তথ্য সংগ্রহ করেছেন । তা ছাড়া তিনি ই-মেলের মাধ্যমে অন্যত্র অবস্থানরত তার সহপাঠীদের সংগে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন । তিনি বলেছেন : আমার উচচ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে কেউ কেউ ক্যানাডায় কেউ কেউ অষ্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন , তাদের সংগে যোগাযোগ বজায় রাখার জন্য আমি এক সপ্তাহে তাঁদের কয়েকটি ই- মেল পাঠাই ।

     ই-শপিং অর্থাত ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা জিনিষপত্র কেনা চীনাদের জীবনের আরেকটি লক্ষনীয় পরিবর্তন । যারা রোজ কর্মব্যস্ত থাকেন , বাজারে গিয়ে কেনাকাটার সময় নেই , তাদের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে জিনিষপত্র কেনা একটি আনন্দদায়ক ব্যাপার । তারা প্রায় তাংতাং , তাওবাও, ইছু ও আলিবাবা নামক জনপ্রিয় ওয়েব সাইট পরিদর্শন করেন । এইসব ওয়েব সাইটের মাধ্যমে তাঁরা বাড়ির বাইরে না গিয়েও সহজে তাদের পছন্দসই পন্যদ্রব্য কিনতে পারেন । ইন্টারনেট বিপনী কেন্দ্রে নানা রকম জিনিষ পাওয়া যায় , যেমন , তাজা ফুল , বইপুস্তক , ওডিও আর ভিডিও ডিস্ক , কম্পিউটার , খেলাধূলার সরঞ্জাম , বাচ্চাদের ব্যবহার্য দ্রব্য , ক্ষুদে প্রাণীর খাবার , প্রসাধনীদ্রব্য ইত্যাদি ইত্যাদি ।

    ওয়েব সাইট চালু হওয়ায় চীনের জনসাধারনের দৈনন্দিন জীবন আরো বৈচিত্র্যময় হয়েছে । ওয়েব সাইটের অভ্যুদয়ের আগে ছায়া ছবি দেখার জন্য সিনেমা হলে যেতে হত এবং গীতিনাট্য দেখার জন্য থিয়েটারহলে যেতে হত । এখন ওয়েব সাইট পরিদর্শন করলে ছায়া ছবি ও গীতিনাট্য সবই উপভোগ করা যায় । এ ছাড়া চীনের তরুণ তরুণীরা ওয়েব সাইট থেকে নানা ধরনের খেলার সফ্টওয়্যর ডাউনলোড করে চিত্তবিনোদনে তা ব্যবহার করতে পছন্দ করেন । কেউ কেউ নেটে দুর দুরান্তের বন্ধুর সংগে দাবাও খেলেন । উত্তর পুর্ব চীনের সেন ইয়াং শহরের মি: সু চি আমোদপ্রমোদের আধুনিক হাতিয়ার হিসেবে নেট ওয়ার্ক ব্যবহারে বিভোর হয়েছেন ।তিনি বলেছেন: প্রকার আর সংখ্যার দিক থেকে আমোদপ্রমোদেঐতিহ্যিক উপায় সময় আর দুরত্বের দ্বারা নিয়ন্ত্রিত ।কিন্তু ইন্টারনেটে একসংগে একাধিক খেলা করা যায় , সময় আর দুরত্বের কথা বিবেচনা করতে হয় না । এটাই ইন্টারনেটের শ্রেষ্ঠত্ব ।

    ইন্টারনেট চীনের বৈদ্যুতিক বানিজ্য উন্নয়নে প্রাণ সঞ্চার করেছে । চীনের কম্পিউটার ব্যবসায়ীরা খদ্দেরদের চাহিদা অনুযায়ী একের পর এক নতুন সার্ভিস চালু করেছেন । ছয় মাস আগে যে নতুন ইয়ান সা ওয়েব সাইট খোলা হয়েছে , তাতে চীনা নাগরিকদের পর্যটনের নানা রকম চাহিদা মেটানোর উদ্যোগ নেয়া হয়েছে । চীনের পর্যটকরা এই ওয়েব সাইটে নিজেদের পছন্দসই ভ্রমনের লাইন ও হোটেলের কক্ষের দাম বাছাই করতে পারেন এবং ভ্রমনের সময়সুচী ,যাত্রা আরম্ভের সময় ও পর্যটকদের সংখ্যা স্থির করতে পারেন । আগেভাগে বুকিং দিলে ভ্রমনের সময়ে আর কোনো ঝামেলা নেই । এই ওয়েব সাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা মি: চাও মিন জে বলেছেন ,তাদের সার্ভিস সবেমাত্র শুরু হয়েছে , তবে এর ভবিষ্যত সম্পর্কে তিনি আশাবাদী । বর্তমানে নেটওয়ার্কে আমাদের সার্ভিসের অনুপাত মাত্র শতকরা দশ থেকে তিরিশ ভাগ । আশা করি , অদুর ভবিষ্যতে তা শতকরা ৫০ ভাগে পৌঁছতে পারবে । আমাদের লক্ষ্য: আমাদের সার্ভিস ধাপে ধাপে টেলিফোনের বদলে নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন করা হবে ।

    ইয়ান সা ওয়েব সাইট যে গোষ্ঠির অধীনে তার আছে হোটেল , বিপনী কেন্দ্র , গাড়িবহর প্রভৃতি পর্যটন শিল্পের প্রয়োজনীয় সম্পদ । এই সব সম্পদ সদ্ব্যবহার করে পর্যটকদের জন্য সর্বমুখী সার্ভিসযুগানো যাবে ।

    মাত্র দশ বছর কেটে গেল ইন্টারনেট চীনে প্রবেশ করেছে । কিন্তু চীনে ইন্টারনেটের বিস্তার অতিদ্রুত । বিশেষজ্ঞরা মনে করেন , চীনের আর্থ সামাজিক উন্নয়ন ও চীনের জনসাধারনের জীবযাত্রার মানের উন্নতিই ইন্টারনেটের দ্রুত প্রচলনের প্রধান কারণ ।