এ বছর থেকে চীন সরকার শিশুদের টিকা দেয়ার আওতা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। হেপাটাইটিস-এ এবং গুরুতর মস্তিস্কের প্রদাহসহ ১৫ রকম মহামারী জাতীয় প্রতিরোধক টিকা দেয়ার পরিকল্পনার তালিকাভুক্ত করা হয়েছে।
প্রত্যেকটি শিশু বিনা খরচে টিকা পাওয়ার জন্য চীন সরকার ২৫০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ বাড়িয়ে টিকা কিনবে।
১৯৭৮ সালে চীন শিশুদের টিকা দেয়ার পরিকল্পনা শুরু করে। এর পর প্রদেশ, জেলা ও থানা পর্যায়ে ৮৫ শতাংশ শিশুর টিকা পাওয়ার লক্ষ্য বাস্তবায়িত হয়। অতিতে শিশুদের স্বাস্থ্যের গুরুতর ক্ষতিজনিত মহামারী ফলপ্রসূভাবে নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে।
|