৩১ মে চীনের পিপলস ডেইলি পত্রিকায় চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই'র একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে । উ ই বলেছেন , ১৯৯১ সালে চীনে অপ্রাপ্তবয়স্কদের রক্ষা সংক্রান্ত আইন চালু হওয়ার পর চীনে অপ্রাপ্তবয়স্কদের স্বার্থ রক্ষার ব্যাপারে বিরাট সাফল্য অর্জিত হয়েছে । কিন্তু তিনি বলেছেন , আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন সমস্যাও দেখা দিয়েছে ।
তিনি বলেছেন , চীনে অপ্রাপ্তবয়স্কদের রক্ষা আইনের বিষয়গুলো সার্বিকভাবে সংশোধন করা হয়েছে । এই সংশোধিত আইন এ বছরের পয়লা জুন থেকে কার্যকর হবে । তিনি বলেছেন , এই আইন আসলে চীনের ৩০ কোটিরও বেশি শিশুদের জন্য একটি উত্সবের উপহার দিয়েছে ।
তিনি বলেছেন , চীন সরকার অব্যাহতভাবে শিক্ষা গ্রহণের ব্যাপারে অপ্রাপ্তবয়স্কদের স্বার্থ নিশ্চিত করার ব্যবস্থা আরো জোরদার করবে , অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত নিয়মবিধি কার্যকর করবে এবং কঠোরভাবে শিশু শ্রমিক ব্যবহার ও শিশু পাচার এবং নির্যাতনসহ নানা রকম অপরাধ প্রবণতা দমন করার জন্য অভিযান চালাবে ।
|