চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৩১ মে পেইচিংয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুদানের বিরোধে নতুন শাস্তি আরোপ করলে কেবল জটিলতাই সৃষ্টি করা হবে। দারফুর সমস্যা সমাধানের জন্য তা সহায়ক হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু বলেছেন, সম্প্রতি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মিলিত প্রচেষ্টায় দারফুর সমস্যা সমাধানের ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। সুদান সরকার ও জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন কফি আনানের প্রস্তাবের দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা সম্পর্কে মতৈক্যে পৌঁছেছে। এখন সুদান সরকার, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের উত্থাপিত তৃতীয় পর্যায়ের পরিকল্পনার প্রস্তাবটি অপেক্ষা করছে।
চিয়াং ইয়ু বলেছেন, চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে সহিষ্ণুতা ও সংযম অবলম্বন করা, অব্যাহতভাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে সার্বিকভাবে আনানের তৃতীয় পর্যায়ের শান্তি রক্ষী সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন করা, দারফুর অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, দারফুর অঞ্চলের মানবিক ও নিরাপদ অবস্থার উন্নয়ন করা এবং দারফুর সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানায়।
|