পেইচিং অলিম্পিক গেমস-২০০৮ চলাকালে ব্যবহার্য তথ্য পরিসেবা ও উদ্ধার ব্যবস্থা এ বছরের শেষার্ধে পরীক্ষামূলকভাবে চালু করা হবে ।
এই ব্যবস্থা রেডিও নেটের সাহায্যে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দর্শক ও পর্যটকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সুবিধার্থে মোবাইল ফোনের মতো রেডিও টার্মিনাল ইকুইপমেন্ট প্রদান করবে । এই ধরনের রেডিও টার্মিনাল ইকুইপমেন্ট বিমান বন্দর , হোটেল ও দর্শনীয় স্থানে ভাড়ায় পাওয়া যাবে । এই ইকুইপমেন্টের সাহায্যে দর্শক ও পর্যটকরা সঠিকভাবে যার যার মাতৃভাষায় যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন ।
এই ইকুইপমেন্টে উদ্ধার ব্যবস্থাও বসানো হবে । প্রয়োজন হলে দর্শক ও পর্যটকরা নিজ নিজ মাতৃভাষায় উদ্ধার পরিসেবা অর্জন করবেন ।
পেইচিংয়ে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর ২০০৮ সালের প্রথমার্ধে থিয়ান চিন , সেন ইয়াং ও ছিংতাওসহ বিভিন্ন শহরেও ব্যবহৃত হবে ।
|