চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু ৩১ মে পেইচিংয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন , ছ'পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট বিষয়গুলো বিভিন্ন পক্ষের স্বার্থ অনুযায়ী সুষ্ঠু সমাধান হবে বলে চীন আশা করে । যাতে অব্যাহতভাবে ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতিকে ত্বরান্বিত করা সম্ভব হবে ।
৩০ মে চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী উ দা ওয়ের সঙ্গে চীন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রীস্টোফার হিল বৈঠক করেছেন । উভয় পক্ষ ছ'পক্ষীয় বৈঠক , ম্যাকাও ব্যাংকে আটককৃত উত্তর কোরীয় অর্থ ফেরত্ দেয়াসহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছে ।
চিয়াং ইয়্যু বলেছেন , উভয় পক্ষ বর্তমান চীন-মার্কিন সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছে । তারা মনে করে , দু'দেশের উর্ধ্বতন পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠ হয়েছে । ব্যাপক ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়ে উভয় পক্ষের সংলাপ ও সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে ।
|