চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু ৩১ মে পেইচিংয়ে বলেছেন , তথাকথিত স্বাধীন তাইওয়ান অপপ্রয়াস চালানোর জন্য তাইওয়ান কর্তৃপক্ষের প্রাক্তন শীর্ষনেতা লি তেন হুইকে জাপান সরকার যে অনুমতি দিয়েছে , তাতে চীন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত সংবাদ সম্মেলনে লি তেন হুই'র জাপান সফর সম্পর্কে সংবাদদাতার প্রশ্নের উত্তরে চিয়াং ইয়্যু বলেছেন , লি তেন হুই'র জাপান সফরের উদ্দেশ্য হচ্ছে স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী শক্তিকে উত্সাহ দেয়া এবং চীন-জাপান সম্পর্ককে নষ্ট করা । স্বাধীন তাইওয়ান অপপ্রয়াস চালানোর জন্য লি তেন হুইকে জাপান সরকার যে অনুমতি দিয়েছে , চীন দৃঢ়ভাবে তার বিরোধীতা করছে ।
|