৩১ মে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'এর সঙ্গে জার্মানী প্রধানমন্ত্রীর এনজেলা মার্কাল টেলিফোন আলাপ করেছেন ।
হু চিন থাও বলেছেন, চীন ও জার্মানীর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে । চীন ও জার্মানী হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ । দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে । বিশ্বের শান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করাসহ নানা ক্ষেত্রেও দু'দেশের মধ্যে অনেক মতৈক্য রয়েছে । চীন কৌশলগত এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের দিক থেকে দু'দেশের সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেছে । চীন জার্মানীর সঙ্গে একত্রে দু'দেশের বিশ্বব্যাপী দায়িত্বশীল অংশীদারি সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নত করবে ।
তিনি আরো বলেছেন, জার্মানীতে অনুষ্ঠিতব্য আট গোষ্ঠী এবং উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দের সংলাপ সম্মেলন , দক্ষিণ ও উত্তরের সংলাপ ও সহযোগিতাকে জোরদার করাসহ বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সহায়ক ভুমিকা রাখবে । চীন জার্মানী ও অন্যান্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সমান অংশীদারি সম্পর্কের ভিত্তিতে বিশ্বায়নের পটভূমিতে কয়েকটি বিশেষ সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করতে ইচ্ছুক , যাতে এবারের সম্মেলনের সাফল্যকে ত্বরান্বিত করা যায় ।
মার্কেল বলেছেন, জার্মান প্রেসিডেন্ট কোহলার সম্প্রতি সফলভাবে চীন সফর করেছেন । চলতি বছরের শেষার্ধে মার্কেল চীন সফরের জন্য অপেক্ষা করছেন। তিনি সংলাপ সম্মেলনের প্রকৃত অবস্থা এবং সম্মেলন সংশ্লিষ্ট জার্মানীর অবস্থানকে অবহিত করেছেন এবং প্রেসিডেন্ট হু চিন থাও'র সম্মেলনে অংশ নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন । তিনি আশা করেন, সম্মেলনে চীন ইতিবাচক ভুমিকা পালন করবে ।
|