v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-31 18:50:30    
চীনে শহরে নাগরিকদের জীবনযাপনের গুণগতমান যাচাই ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে

cri

    কী ধরণের জীবন লোকদের ভাল লাগে ? এ সম্পর্কে নির্দিষ্টমানদন্ড পাওয়া কঠিন । কিন্তু নিঃসন্দেহে জীবনযাপনের গুণগতমানের সার্বিক মূল্যায়নের মাধ্যমে লোকদেরসুখী জীবন পেতে সহায়ক হবে । সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উদ্যোগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং চীনের শহুরে নাগরিকদের জীবনযাপনের গুণগতমান যাচাই করার মানদন্ড উত্থাপন করেছেন ।

    বিশেষজ্ঞরা দক্ষিণ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে এক বছর ধরে গবেষণার কাজ চালিয়েছেন । তারা বিশ্বে জীবনযাপনের গুণগতমান যাচাই ব্যবস্থাসম্পন্ন এমন দেশের মানদন্ডের ভিত্তিতে চীনের বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্নযাচাই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন । প্রাকৃতিক পরিবেশ ও আবাসন ব্যবস্থা, যাতায়াত ও গণ নিরাপত্তা, সামাজিক কল্যাণ , চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা , শিক্ষা ও সাস্কৃতিক বিনোদন, সামাজিক অংশগ্রহণ ও সুষম সমাজ সহ পাঁচ জাতের ৪৫টি মানদন্ড ব্যবস্থাটিতে আন্তর্ভূক্ত রয়েছে ।

    বিশেষজ্ঞ গ্রুপের নেতা , চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অর্থনৈতিক গবেষণালয়ের গবেষক তিন ইউয়ানচু এক সাক্ষাত্কারে বলেছেন ,অতীতে শহরের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের মাত্রার উপর বেশি নির্ভরশীল ছিল । জীবনযাপনের গুণগতমানের উন্নয়নও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তির উপর নির্ভরশীল ছিল। সুষ্ঠু জীবনযাপনের পদ্ধতি ও ব্যয়-সংস্কৃতি প্রতিষ্ঠা করা গণ কল্যাণ ও সমাজের টেকসই উন্নয়নের পূর্ব শর্ত । তিনি বলেছেন , আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে । বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কিছু বড় ও মাঝারি শহর যেমন পেইচিং, সাংহাই , হাংচৌ ও নানচিং শহরের মাথাপিছু আয় ৫০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে । জনগণের দৈনন্দিনজীবনে খাওয়া ও পরার অনুপাত অধিক থেকে অধিকতর কমে যাচ্ছে । লোকেরা বেশি করে বিনোদন, স্বাস্থ্যরক্ষা , সংস্কৃতি ও শিক্ষা সহ নানা ক্ষেত্রের উন্নয়নের কথা বিবেচনা করছেন ।

    তিন ইউয়ানচু বলেছেন , ২০ শতাব্দীর ৫০ ও ৬০-এর দশকে বিদেশের জীবনযাপনের গুণগতমান সম্পর্কিত গবেষণা পরিপক্ক পর্যায়ে প্রবেশ করেছিল । তিনি উল্লেখ করেছেন, কাজের বাইরের সময় ও তত্পরতা জীবনযাপনের গুণগতমানে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে । এটা জনসাধারণের জীবনযাপনের বোঝা মওকুফ করেছে , জনগণের জন্য জীবনযাপনের গুণগতমান উপভোগ করার সুযোগ সৃষ্টি করেছে ।

    পরিসংখ্যান থেকে জানা গেছে , হাংচৌ শহর হ্যাবিট্যাট স্ক্রৌল অব অন্যারারী এওয়ার্ডস পেয়েছিল বলে বিশেষজ্ঞরা গবেষণার জন্য হাংচৌ শহর বেছে নিয়েছেন ।

    জীবনযাপনের গুণগতমান যাচাই ব্যবস্থার ফলে আর্থ-সামাজিক উন্নয়ন নাগরিকদের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত হয়েছে । গবেষক তিন ইউয়ানচু বলেছেন , জীবনযাপনের গণগতমান উন্নত করার প্রক্রিয়ায় সরকার ও নাগরিকরা ভূমিকা পালন করতে পারে । নাগরিকদের আনন্দবোধ ও সন্তোষ বাড়ানো ছাড়া যাচাই ব্যবস্থারমাধ্যমে শহরের আর্থিক জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ থেকে জনসাধারণের মতামত পাওয়া যায় । এটা সরকারের পরিসেবামূলক নীতির জন্যতথ্য সরবরাহ করবে । তিনি বলেছেন, জীবনযাপনের গুণগতমানের উন্নতি সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বার্থের সঙ্গে জড়িত । জীবনযাপনের গুণগতমান যাচাই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে অংশ নিতে দিতে হবে । এক দিকে জরীপের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ফলাফল প্রকাশ করে । অন্য দিকে নাগরিকরা এই ফলাফল অনুভব করতে পেরেছেন কি না বা এতে সন্তুষ্ট হয়েছেন কি না , তুলনার মাধ্যমে তা জেনে নেয় ।

    মিঃ তিন বলেছেন , বিশেষজ্ঞরা বিশ্লেষণের ফলাফল অনুযায়ী সরকারের কাছে সরকারের গণ পরিসেবার আওতা বাড়িয়ে দেয়ার, শহরের উন্নত মানের গণ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করা সহ নানা ক্ষেত্রের প্রস্তাবপেশ করবেন । বিশেষজ্ঞরা গ্রামাঞ্চলের অবস্থা অনুযায়ী উপযুক্তসময়ে গ্রামাঞ্চলের জীবনযাপনের গুণগতমান যাচাই ব্যবস্থা গড়ে তুলবেন ।