সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি আল-সাদিগ ৩০ মে সুদান মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করার কথা জোর দিয়ে বলেছেন। সুদান প্রচেষ্টা চালিয়ে শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে দার্ফুর এলাকার সব সমস্যা সমাধান করবে।
তিনি এদিন মিসরের মধ্যপ্রাচ্য বার্তা সংস্থাকে এক সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুদানের ওপর শাস্তি আরোপের ফলে দার্ফুর সমস্যার সমাধান সম্পর্কে কল্যাণকর পরিবেশ সৃষ্টি হয় নি, এ কারণে উত্তেজনাময় পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দার্ফুর এলাকার জনগণের সাহায্যে আরো বেশি অর্থ দেয়ার আহ্বান জানিয়েছেন।
|