৩০ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১০টি সমর্থনভোট ও ৫টি নাসূচক ভোটের ফলাফলে ১৯৫৭ নম্বর প্রস্তাব গ্রহণ করেছে এবং লেবাননের সংসদ ১০ জুনের আগে জাতিসংঘ এবং লেবানন সরকারের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী হারিরির গুপ্তহত্যা মামলা তদন্ত করার ব্যাপারে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা সম্পর্কিত চুক্তিকে অনুমোদন দেয়ার অনুরোধ জানিয়েছে । নইলে জাতিসংঘ বাধামূলকভাবে একটি আন্তর্জাতিক বিচারকি আদালত স্থাপন করবে ।
রাশিয়া, চীন, কাতার, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকা না সূচক ভোট দিয়েছে । জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ভোটদানের আগে বলেছেন, বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হচ্ছে লেবাননের অভেন্তরীণ ব্যাপার, প্রস্তাবের খসড়া লেবাননের আইন প্রণয়ন বিভাগ পাশ কাটিয়ে বাধামূলকভাবে তা চালু করা হলে তা ধারাবাহিক রাজনৈতিক ও আইনগত সমস্যাকেই তুলে ধরবে এবং খুব সম্ভবত লেবাননের অস্থিতিশীল রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতর জন্য আরো বেশি অস্থিতিশীলতার সৃষ্টি করবে । এ প্রস্তাব হচ্ছে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আইনের স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের প্রথম প্রস্তাব । লেবাননের প্রধানমন্ত্রী ফোয়াদ সিনিওরা এবং হারিরির ছেলে, লেবানন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবৃন্দ, ভবিষ্যত আন্দোলনের চেয়ারম্যান সাদ হারিরি নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ।
|