৩০ মে প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটি ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে , বিশ্ব ব্যাংক চীনের অর্থনীতির ভবিষ্যতের ওপর আশাবাদী । এ বছর চীনের জিডিপি ১০.৪ শতাংশে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে ।
প্রতিবেদনে বলা হয়েছে , অর্থনীতির সার্বিক উন্নয়নের দিক থেকে চীনের অর্থনীতির চাহিদা ও সরবরাহের ব্যাপারে সমন্বিত ভারসাম্য বজায় রয়েছে । চলতি বছরের প্রথম কোয়ার্টারে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি হয়েছে । এর মূলে রয়েছে বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের প্রবৃদ্ধি ।
প্রতিবেদনে বলা হয়েছে , চীনের অর্থনীতি এখনো অর্থ বিনিয়োগের অতিরিক্ত দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকির সম্মুখীন । সেজন্য অর্থনৈতিক কাঠামোর আরো বেশি রূপান্তর প্রয়োজন ।
|