v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-30 19:37:21    
চীনের লৌহ ও ইসপাত শিল্পের কাঠামো সংস্কার জোরদার হচ্ছে

cri

  চীন বিশ্বে লৌহ ও ইসপাত উত্পাদনের একটি বৃহত্তম বাজার । কিন্তু লৌহ ও ইসপাত শিল্পের উত্পাদন কাঠামো তেমন উপযুক্ত নয় । এতে বেশি জ্বালানী শক্তি ব্যয় হয় এবং বেশি দূষিত জিনিস নিঃসরণ করে। চীনের লৌহ ও ইসপাত শিল্প সমিতির ভাইস চেয়ারম্যান লো পিংশেং সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , লৌহ ও ইসপাত শিল্প কাঠামোর সংস্কার ত্বরান্বিত করা , কাচামাল, জ্বালানী শক্তি ও পানি সহ নানা সম্পদের ব্যয় কমানো এবং পরিবেশ রক্ষার জন্য এ বছর চীন ধারাবাহিক ব্যবস্থা নেবে ।

  গত বছর চীনের ইসপাত উত্পাদনের পরিমান ছিল ৪১ কোটি টন । এই পরিমান বিশ্বইসপাতের মোট উত্পাদনপরিমানের এক-তৃতীয়াংশ এবং চীন যে ইসপাত ব্যবহার করেছে তা বিশ্বের এক তৃতীয়াংশের কাছাকাছি । কিন্তু লৌহ ও ইসপাত শিল্পের দ্রুত উন্নয়নের সাথেসাথে শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানী শক্তির ব্যয় বেশি , বিশেষ করে কিছু মাঝারী ও ক্ষুদ্র শিল্পের দূষণ গুরুতর, অতিরিক্তমধ্য ও নিম্ন মানের ইসপাতজাত দ্রব্যের সমস্যা অত্যন্ত প্রকট । মোটকথা , আন্তর্জাতিক উন্নত মানের তুলনায় চীনের লৌহ ও ইসপাত শিল্পের ব্যয় অনেক বেশী ।

  লৌহ ও ইসপাত শিল্পের ব্যয় এবং দূষিত দ্রব্য কমানোর জন্য বিগত কয়েক বছরে চীনের লৌহ ও ইসপাত শিল্প বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে । চীনের লৌহ ও ইসপাত শিল্প সমিতির ভাইস চেয়ারম্যান লো পিংশেং বলেছেন , নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করার ফলে এ বছরের প্রথম কয়েক মাসে চীনের লৌহ ও ইসপাত শিল্প উন্নয়নের প্রবনতা বজায় রাখার সঙ্গেসঙ্গে ইউনিট জ্বালানী শক্তির ব্যয় ও দূষিত দ্রব্যের নিঃসরণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় কিছুটা কমেছে । তিনি বলেছেন, এ বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারী দু'মাসের জ্বালানী শক্তির ব্যয় ৪.০৮ শতাংশ কমেছে । সালফার ডাইওক্সাইডের নিঃসরণ ৩.১৭শতাংশ কমেছে এবং শিল্পের ধুলা ৩,৬২ শতাংশ কমেছে । এক কথায় বড় ও মাঝারি লৌহ ও ইসপাত শিল্পের জ্বালানী শক্তির ব্যয় ও দূষিত দ্রব্যের নিঃসরণ কমানোর ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে ।

  বর্তমানে চীনের মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর পশ্চাদপদ উত্পাদন ক্ষমতা চীনের লৌহ ও ইসপাতের মোটউত্পাদন ক্ষমতার ২০ শতাংশ । বিপুল পশ্চাদপদ উত্পাদন শুধু সম্পদের অপচয় ও পরিবেশের দূষণ সৃষ্টি করেনি বরং লৌহ ও ইসপাত শিল্পের সুষ্ঠু উন্নয়নে বাধার সৃষ্টিও করেছে । এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী কয়েক বছরে চীনের লৌহ ও ইসপাত শিল্পের জ্বালানী শক্তির সাশ্রয় এবং দূষিত দ্রব্যের নিঃসরণ কমানোর কাজ অত্যন্ত দুরূহ হবে । মিঃ লো বলেছেন , চীনের লৌহ ও ইসপাত শিল্পউত্পাদনের বৃদ্ধির পদ্ধতি পরিবর্তন করার জন্য চীন বলিষ্ঠ ব্যবস্থা নেবে । তিনি বলেছেন, পরবর্তী কয়েক বছরে চীন জ্বালানী শক্তি সাশ্রয় ও দূষণ কমানোর আধুনিক কলাকৌশল ব্যবহারের চেষ্টা চালাবে । লৌহ ও ইসপাত শিল্পের জ্বালানী শক্তি সাশ্রয় ও দূষণ কমানোর ব্যবস্থা পরিপূর্ণ করার কাজ ভালভাবে চালাবে । প্রতি তিন মাসে বা প্রতি মাসে শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানী শক্তি সাশ্রয় সম্পর্কিত তথ্য প্রকাশ করবে । এই সব ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জ্বালানী শক্তি সাশ্রয় ও দূষণ কমানোর লক্ষ্য সম্পন্ন করার নিশ্চয়তা বিধান করবে ।

  জানা গেছে , চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ইতোমধ্যে দশটি প্রদেশ ও শহরের সঙ্গে অনুন্নত উত্পাদন ক্ষমতা সম্পন্ন এমন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ বা বাতিল করার চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তিতে এই সব অনুন্নত শিল্পপ্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করার এবং তা বন্ধ বা বাতিল করার সময়সূচী পেশ করার জন্য বলা হয়েছে ।

  তাছাড়া চীনের লৌহ ও ইসপাত শিল্প বহুজাতিক যৌথ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে । চীনের পাও শান, আন শান , উহান ও রাজধানী লৌহ ও ইসপাত কোম্পানি পরিচালনা , তহবিল ,দক্ষ মানুষ ও উন্নত মানের প্রযুক্তিসম্পন্ন বড় শিল্প প্রতিষ্ঠান। এই সব শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তিতে চীনের লৌহ ও ইসপাত শিল্প আন্তর্জাতিক ক্ষেত্রেপ্রতিদ্বিন্দ্বিতাসম্পন্ন বিশেষ বৃহত্তাকারের শিল্প গ্রুপ হিসেবে পুনর্গঠিত হবে ।