২৯ মে চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার থাং চিয়া স্যুয়ানের সঙ্গে ইউরোপের বিখ্যাত কৌশল বিষয়ক বিশেষজ্ঞ , ফ্রান্স আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ইস্টিডিউটের প্রধান থিয়েরি দ্যা মনটব্রায়াল বৈঠক করেছেন ।
থাং চিয়া স্যুয়ান সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ফ্রান্সের অর্জিত সাফল্যের দিকগুলো তুলে ধরেছেন । তিনি জোর দিয়ে বলেছেন, চীন সরকার দু'দেশের সম্পর্কের ওপর বিশেষভাবে গুরুত্ব দেয় এবং ফ্রান্স সরকারের একচীন নীতি অনুসরণ করাকে গভীরভাবে মূল্যায়ন করেছেন । তিনি বিশ্বাস করেন দু'পক্ষের প্রচেষ্টায় দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হবে ।
তিনি আশা করেন , দু'দেশের গবেষণা সংস্থার মধ্যে বিনিময় আরো জোরদার এবং পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করা হবে , যাতে দু'দেশসহ চীন ও ইউরোপের সম্পর্কের উন্নয়নে অবদান রাখা যায় ।
|