মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টোফার হিল ৩০ মে সকালে পেইচিং পৌঁছে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়েসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করার কথা।
হিল বলেছেন, এখন উত্তর কোরিয়ার অর্থ সমস্যাটির সমাধানের সময় হয়েছে। তিনি ম্যাকাওয়ের বানকো ডেল্টা এশিয়া ব্যাংক সম্পর্কিত সমস্যা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবেন।
কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত ১৩ ফেব্রুয়ারীর অভিন্ন দলিল অনুযায়ী, উত্তর কোরিয়া জ্বালানি সম্পদ সাহায্যের বিনিময়ে ৬০ দিনের মধ্যে ইয়োংবিয়োনে তার পারমাণবিক স্থাপনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু উত্তর কোরিয়া ১৪ এপ্রিল এর আগে তার প্রতিশ্রুতি কার্যকর করে নি। উত্তর কোরিয়া চেয়েছে , প্রথমে ম্যাকাওয়ের বানকো ডেল্টা এশিয়া ব্যাংকে তার হিমায়িত করা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থ স্থানান্তরিত সমস্যা সমাধান করতে হবে।
হিল বলেছেন, গত কয়েক সপ্তাহে তিনি চীনের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন একসাথে বসে এই সমস্যা নিয়ে আলোচনা করার সময় হয়েছে। মার্কিন পক্ষ আশা করে, উত্তর কোরিয়া তার পারমাণবিক স্থাপনা বন্ধ করবে।
|