অস্টম এশিয়া ও ইউরোপের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৯ মে জার্মানীর উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হামবুর্গে শেষ হয়েছে। জার্মানী এবারের স্বাগতিক দেশ হিসেবে একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশগুলোর এ সম্মেলনের ব্যবস্থার মাধ্যমে যৌথভাবে সম্মুখীন সমস্যার সমাধানে তাদের উচিত সংলাপ ও সহযোগিতা জোরদার করা।
বিবৃতিতে ইরানকে জাতিসংঘের ১৭৪৭ নম্বর প্রস্তাব গ্রহণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ এবং কূটনৈতিক উপায়ের মাধ্যমে পরমাণু সমস্যার সমাধানের অনুরোধ জানিয়েছে। এছাড়াও বিবৃতিতে ইরানকে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার প্রদানের কথা বলা হয়েছে। তবে এর সংশ্লিষ্ট বিষয়টি পরমাণু অবিস্তার চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যার ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে এ পরমাণু সমস্যার সমাধানের উপযুক্ত ব্যবস্থা। বিবৃতিতে আরও বলা হয়েছে মধ্য-প্রাচ্যের ন্যায্য এবং স্থায়ী শান্তি বাস্তবায়নে সুনিশ্চিত হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে শান্তিপূর্ণ প্রক্রিয়া ত্বরান্বিত করার ক্ষেত্রে অন্যায্য তত্পরতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
বিশ্বের কার্বন-ডাই-অক্রাইডের নিঃসরণ সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ সম্পর্কিত " কিয়োতো প্রটোকল" ২০১২ সালের আগে, বিশ্বে আবহাওয়ার সুরক্ষা সমস্যা নিরসনের জন্য বিবৃতিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ২০০৯ সাল পর্যন্ত একটি আন্তর্জাতিক নতুন প্রস্তাব কার্যকরের দাবি জানিয়েছে।
|