৩০ মে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই বলেছেন, যুক্তরাষ্ট্র সফররত চীনের বাণিজ্যিক পুঁজি বিনিয়োগকারী দলের পণদ্রব্য কেনার অর্থ হচ্ছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুষ্ঠু আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক ।
তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল ও উন্নত দু'টি দেশ হিসেবে অর্থনীতির উন্নত মান এবং অর্থনৈতিক কাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পরিপূরক । যদিও দু'দেশের মধ্যে এখনো অনেক পার্থক্য রয়েছে । মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফররত চীনের বাণিজ্যিক পুঁজি বিনিয়োগকারী দল মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পণ্যদ্রব্য কেনা ও পুঁজি বিনিয়োগ করা সম্পর্কিত ১৩৮টি চুক্তি স্বাক্ষর করেছে । এর মোট মূল্য ৩২.৬ বিলিয়ন মার্কিন ডলার । পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে বিমানের ইন্জিন,টেলিযোগাযোগ এবং ওয়েবসাইটের যন্ত্রপাতি ।
|