২৯ মে জাতিসংঘস্থ মার্কিন স্থায়ী প্রতিনিধি জালমাই খলিলজাদ বলেছেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিরাপত্তা পরিষদে সুদানের বিরুদ্ধে শাস্তি দেয়া সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা নিয়ে আলোচনা করছে ।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সুদানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামারিক শাস্তি আরোপ সম্পর্কিত নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের খসড়ার বিষয় এবং সময়সূচী নিয়ে আলোচনা করছে । তা ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট বুশ ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র সুদানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে রয়েছে মার্কিন অধিবাসীদের এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সুদান সরকার নিয়ন্ত্রিত ৩০টি জাতীয় বা যৌথ পুঁজি বিনিয়োজিত কোম্পানির সঙ্গে ব্যবসা চালানো নিষিদ্ধ করা ।
জাতিসংঘের মহাসচিব বান কিমুন বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে নিরাপত্তা পরিষদের মতামতের পার্থক্য রয়েছে । তিনি আশা করেন , আন্তর্জাতিক সম্প্রদায় পারস্পরিক সমর্থনের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব সুদানের দারফুর সমস্যার সমাধান করবে ।
আরব লীগ এবং মিশর ২৯ মে পৃথক পৃথকভাবে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সুদানে আরোপিত নতুন শাস্তিমূলক ব্যবস্থার বিরোধীতা করে ।
|