গ্রীষ্মকাল ধীরে ধীরে আসছে আর সুর্যের আলো আমাদের চামড়ার ওপর তার শক্তিশালী প্রভাব বিস্তার করছে । বাইরে দীর্ঘ সময় থাকলে চামড়া লাল হবে এবং ব্যাথা লাগবে । তার অর্থ হচ্ছে আপনার চামড়ার খুব সম্ভবত ক্ষতি হয়েছে । আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য সুর্যের আলোর অতিরিক্ত উষ্ণতায় ক্ষতিগ্রস্ত চামড়ার চিকিত্সা পদ্ধতির কথা বলবো । চলুন তাহলে শুরু করা যাক অনুষ্ঠানটি ।
চীনের একজন চামড়া বিষয়ক বিশেষজ্ঞ মনে করেন, সুর্যের আলোর উষ্ণতায় চামড়ার ক্ষতি হচ্ছে এক ধরনের স্পর্ষকাতর রোগ । এ সময় পানি বা বস্তু দিয়ে ক্ষতিকর চামড়াকে ঢেকে রাখা হচ্ছে একটি কার্যকর পদ্ধতি । তবে ঠাণ্ডা পানি বা বস্তুর চেয়ে ঠাণ্ডা দূধ চামড়ার ক্ষতি প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে ভালো । সুর্যের আলোর উষ্ণতার পর যদি আপনার চামড়া গরম হয়ে যায় ও চামড়ায় অস্বস্তি বোধ হয় হবে সে সময় ঠাণ্ডা দূধ চামড়ার ওপর মেখে রাখা উচিত । তা চামড়ার হাল্কা ক্ষতির জন্য খুবই সহায়ক হবে । কারণ দূধের মধ্যেকার এ্যাসিডের উপাদান চামড়ার ক্ষতি প্রতিরোধ করতে পারে ।
বন্ধুরা কিভাবে আপনারা তা ব্যবহার করবেন , সে পদ্ধতিটি এখন জানিয়ে দিচ্ছি । দূধ রিফ্রিজারেটারে রেখে দিন । রেফ্রিজারেটারের তাপমাত্রা সাধারণত ৪ থেকে ১০ ডিগ্রী সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হবে । পরিষ্কার একটি ছোট ও নরম তোয়ালে ঠাণ্ডা দূধের ভেতর ভিজিয়ে রাখুন । পরে তোয়ালটির দূধ চেপে ফেলে দেয়ার পর ক্ষতিকর চামড়ার ওপর রেখে দিন। যদি চামড়ার ব্যাপক ক্ষতি হয়ে থাকে তাহলে তোয়ালে দিয়ে মুছে নিন । পাশাপাশি প্রতি ৫ মিনিট অন্তর তোয়ালেটি ঠাণ্ডা দূধে ভিজিয়ে রাখুন । প্রতিবারই ৩০ থেকে ৬০ মিনিট তা ব্যবহার করুন এবং প্রতিদিনই ২ বা ৩ বার করে ব্যবহার করতে হবে ।এভাবে এক নাগাড়ে তিন দিন পদ্ধতিটি পালন করলে সুর্যের আলোর উষ্ণতার জন্য ক্ষতিকর চামড়া আগের মতই মশৃণ হবে । যদি বাড়িতে যথেষ্ট পরিমাণ দূধ না থাকে, তাহলে কিছু পরিমাণ দূধ ঠাণ্ডা পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তা ব্যবহার করলেও চলবে।
কেউ কেউ সবজি বা ফলের রস দিয়ে ক্ষতিকর চামড়া চিকিত্সা করতে পছন্দ করে । যদিও সবজি ও ফল রসের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে , কিন্তু এ পদ্ধতির ফলে ক্ষতিকর চামড়ায় সহজভাবেই এলার্জিপ্রবণতা দেখা দেবে। তার চেয়ে ঠাণ্ডা দূধ ব্যবহার করা চামড়ার জন্য ভালো আর অনেক নিরাপদ । উল্লেখ্য যে, উষ্ণতার পর চামড়ায় কোনো গরম পানি লাগানো যাবে না এবং সাবাণ, বডি লোশনসহ বিভিন্ন চামড়া পরিস্কার করা সংক্রান্ত জিনিস ব্যবহার করবেন না ।
|