ই ইউ'র পরিষদ ২৯ মে ব্রাসেলসে বলেছে, ই ইউ জুন মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোট ১৬০ জন পুলিশ ও আইন বিধি ক্ষেত্রের বিশেষজ্ঞ পাঠাবে। এটি আফগানিস্তানের নিজেদের পুলিশ বাহিনীর কর্মকান্ড উন্নয়নে অনেক সহায়ক হবে।
আফগানিস্তানে ই ইউ'র বিশেষ দূত ফ্রানসিস্ক ভেনড্রেল্ল এদিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এবারের এই পুলিশ দলটি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রদেশের পুলিশ দলকে তত্ত্বাবধান ও তদন্ত কাজে সহায়তা প্রদান এবং প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে। এর ফলে আফগানিস্তান আন্তর্জাতিক মান সম্পন্ন একটি কার্যকর পুলিশ বাহিনী গঠনে সক্ষম হবে।
জানা গেছে, এবারের এই সহায়তা কার্যক্রম কমপক্ষে ৩ বছরব্যাপী চলবে।
|