তুমি আমার পরম চাওয়া
কোন দিন ফেলে যেওনাক একা।
তুমি আমার সামনে এসে
কেন যে দাঁড়ালে
তুমি আমার চোখের ঘুম
কেন যে কমালে?
তুমি যে আমার জীবনের শ্রেষ্ঠ দিন
তাই তো জীবন থেকে হারিয়ে
যেওনা কোন দিন।
তুমি আমার স্বপ্ন ভেঙ্গে দিয়ে।
যেওনা কখনো দূরে চলে
তুমি আমায় করোনা
কোনও দিন লান্ছিত
তাহলে আমি যে হবো
আমি কলংকিত।
তুমি আমার জীবনটাকে
আলোয় করিও উজ্জ্বল
কখনো ভুলে করোনাক
জীবনটাকে আঁধার কালো।
---বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামাসনা গ্রামের সোনামাসনা মিতালী ইন্টারন্যাশনাল ক্লাবের সেক্রেটরি মো: দোলন খান।
|