চীনের রাষ্ট্রীয় প্যাটেন্ট ব্যুরোর প্রধান থিয়ান লি ফু বলেছেন , চীন সিংগাপুরসহ আসিয়ানের সকল দেশের সঙ্গে প্যাটেন্টের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাবে ।
২৮ মে পেইচিংয়ে অনুষ্ঠিত চীন-সিংগাপুর প্যাটেন্ট ব্যবস্থা বিষয়ক দ্বিতীয় সেমিনারে থিয়ান লি ফু বলেছেন , এবারের সেমিনারে চীন সিংগাপুর ও আসিয়ানের অন্যান্য দেশগুলোর প্যাটেন্ট ব্যবস্থা সম্পর্কে আরো বেশি জানার লক্ষে বিনিময়ের একটি দুর্লভ ফ্ল্যাটফর্ম তৈরী হয়েছে যার ফলে প্যাটেন্টের ক্ষেত্রে এই সব দেশের সঙ্গে চীনের সহযোগিতাকে আরো সম্প্রসারিত করা হবে । এটা প্যাটেন্ট ব্যবস্থার পূর্ণাঙ্গ ও সমন্বিত উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের পুঁজি বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে ।
তিনি বলেছেন , চীন অব্যাহতভাবে সেমিনার , কর্মীদের প্রশিক্ষণ ও তথ্য বিনিময়সহ নানা রকম পদ্ধতিতে প্যাটেন্টের ব্যাপারে আসিয়ানের সঙ্গে বিনিময় ও সহযোগিতাকে ত্বরান্বিত করবে ।
|