চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পুনকগ্ ২৯ মে বলেছেন , প্রাচীন দর্শনীয় স্থানের ধ্বংসাবশেষ , প্রাচীন সমাধিস্থল , প্রস্তর গুহা ও মন্দির এবং দেয়াল চিত্রসহ দেশের বেশ কিছু বিরল পুরাকীর্তি যাতে হারিয়ে না যায়, সেজন্য তিব্বতে সংশ্লিষ্ট আইনবিধি প্রণয়ন করা হবে ।
যাচাই করার জন্য এ দিন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পুরাকীর্তি সুরক্ষা সংক্রান্ত খসড়া নিয়মবিধি তিব্বত অঞ্চলের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাছে পেশ করা হয়েছে । তিনি বলেছেন , এবারকার আইনবিধি সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল পুরাকীর্তি সুরক্ষার ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে তোলা ।
এ পর্যন্ত তিব্বতে পোতালা ভবনসহ মোট ৩৫টি পুরাকীর্তি দেশের বিরল পুরাকীর্তি সুরক্ষার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । গত কয়েক বছরে তিব্বতে পুরাকীর্তি সুরক্ষা খাতে সরকারের অর্থ বরাদ্দ বিপুলমাত্রায় বেড়ে গেছে ।
|