v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-29 19:52:35    
চীন সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে

cri
    চীনের জাতীয় সংখ্যালঘুজাতি কমিশনে র একজন কর্মকর্তা ২৯ মে এক সাক্ষাত্কারে বলেছেন , চীন সরকার সবসময় সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষরের সুরক্ষা ও উন্নয়ন, বিশেষ করে লুপ্তপ্রায় এমন সংখ্যালঘুজাতিরভাষা ও অক্ষর উদ্ধারের ব্যবস্থানিয়েছে । পরবর্তীকালে সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর সংগ্রহ এবং প্রশিক্ষণ দেয়ার কাজ জোরদার করা হবে ।

    চীন একটি বহুজাতিক ও বহু ভাষী দেশ । মোট লোকসংখ্যার মধ্যে গরিষ্ঠ হানজাতি ছাড়া চীনে আরও ৫৫টি সংখ্যালঘুজাতি রয়েছে । বর্তমানে ১০ কোটিসংখ্যালঘুজাতির লোকের মধ্যে প্রায় ৬ কোটি লোক নিজ নিজ জাতির ভাষা ব্যবহার করছেন । প্রায় ৩ কোটি লোক নিজ নিজ জাতির অক্ষর ব্যবহার করছেন । চীনের জাতীয় সংখ্যালঘুজাতি কমিশনের সংস্কৃতি বিষয়ক বিভাগের ভাষা অফিসের প্রধান আন ছিংপিং বলেছেন , সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর সংখ্যালঘুজাতির সংস্কৃতিরস্ফটিক এবং সংখ্যালঘুজাতির অস্তিত্ব ও উন্নয়নের মর্মবস্তুগত স্তম্ভ । ভালভাবে সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর রক্ষাকরা সংখ্যালঘুজাতির ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকার ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত । এ সম্পর্কে তিনি বলেছেন, সংখ্যালঘুজাতির ভাষা রক্ষা করা জাতির সুষমতা ও ভাষার সুষমতা সম্পর্কিত নীতি বাস্তবায়ন করার প্রয়োজন । চীনের "সংবিধান", ও " সংখ্যালঘুজাতি অধ্যুষিতঅঞ্চলের স্বশাসন আইন"-এ স্পষ্টভাষায় নির্ধারিত হয়েছে যে , বিভিন্ন জাতির নিজনিজ ভাষা ও অক্ষর ব্যবহারের স্বাধীনতা রয়েছে । সংখ্যালঘূজাতির নিজনিজ ভাষা ব্যবহার ও উন্নয়ন করার অধিকার মৌলিক মানবাধিকারের অন্যতম । একটি জাতির প্রতি সম্মান প্রদর্শন করা হল তার সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা । তাই তার ভাষাও রক্ষা করতে হবে।

    আইন ছাড়া সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর রক্ষার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ নানা ব্যবস্থাও নিয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে চীনের মোট ৩২টি প্রকাশনালয় সংখ্যালঘুজাতির প্রায় একশ' ধরনের সংবাদপত্র ও ২২০ ধরনের পত্রিকা প্রকাশকরেছে । এর পাশাপাশি সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর সম্পর্কিত বেতার ও টিভি ব্রতে অনেক অগ্রগতি হয়েছে । যার ফলে সংখ্যালঘুজাতির জনসাধারণের মানসিক ও সাংস্কৃতিক জীবন বৈচিত্রময় হয়েছে ।

    মাদাম আন ছিংপিং এও স্বীকার করেছেন যে , সংখ্যালঘুজাতি অধ্যুষিত এলাকার অর্থনীতি অনুন্নত, সাস্কৃতিক ক্ষেত্রে অর্থের অভাবের কারণে চীনের সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর রক্ষার কাজ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে । বিশেষ করে লুপ্তপ্রায়এমন কিছু সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর উদ্ধার ও সুরক্ষার কাজ অত্যন্ত দুরূহ ।

    মাদাম আন বলেছেন, পরবর্তীকালে চীন সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর রক্ষার কাজ জোরদার করবে । বিশেষ করে লুপ্তপ্রায় এমন কিছু জাতির ভাষা ও অক্ষর সংগ্রহ ও লিপিবদ্ধ করার কাজ জোরদার করবে । তিনি বলেছেন , চীন আনুসন্ধান, সংগ্রহ , গবেষণা ও সংশোধন করার মাধ্যমে প্রায় লুপ্ত হওয়া পথে এমন কিছু সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর উদ্ধার করবে । চীনের সংখ্যালঘুজাতির প্রায় লুপ্তহয়েছে এমন কিছু ভাষা ও অক্ষরের ভান্ডার প্রতিষ্ঠা করবে । অর্থাত অভিধান তৈরী , বিশেষ গ্রন্থ প্রকাশ,অডিও ও ভিডিও সহ নানা আধুনিক পদ্ধতির মাধ্যমে এই সব ভাষা ও অক্ষর উদ্ধার ও রক্ষা করবে ।

    মাদাম আন আরও বলেছেন , চীন রাষ্ট্রীয় পর্যায়ের সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর অনুবাদের প্রশিক্ষণ কেন্দ্রপ্রতিষ্ঠা করবে । এখানে সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষর আনুবাদকারী সংস্থা ও কর্মীরাপ্রশিক্ষণনেবেন । তাছাড়া কিছু সংখ্যালঘুজাতি অধ্যুষিত অঞ্চলে " দ্বি ভাষা"র পরীক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলে এই সব অঞ্চলে হান ভাষার ফুথুংহুয়া ও স্থানীয় সংখ্যালঘুজাতির ভাষার সুষম উন্নয়ন ত্বরান্বিত করবে এবং সংখ্যালঘুজাতির ভাষা ও অক্ষরের উন্নয়নের জন্য সু পরিবেশ সৃষ্টি করবে ।