২৮ মে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ইরাক সমস্যা নিয়ে মোট ৪ ঘন্টাব্যাপী আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। এটা হচ্ছে ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক।
ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ও ইরানের রাষ্ট্রদূত হাসান কাজিমি খুমি নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি বৈঠকে উপস্থিত ছিলেন।
রায়ান ক্রোকার বৈঠক শেষ হওয়ার পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, এবারের সম্মেলনে দু'পক্ষ ইরাক নীতির ব্যাপারে অনেক মতৈক্যে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইরাক সম্পর্কিত নীতি বেশি বোধগম্য । ইরানকে বাস্তব সম্মতভাবে এসব নীতি বাস্তবায়নকারের বলে তিনি আশা করছেন।
হাসান কাজিমি খুমি বলেছেন, ইরান রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ইরাকের জনগণ ও সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করবে। একই সঙ্গে ইরাকের ভূখন্ডের অখন্ডতাকে সম্মান করবে এবং ইরানের অভ্যন্তরিণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এছাড়াও ইরাকের নিরাপত্তা নিশ্চিতকরণে ইরাকের প্রচেষ্টাকে সহায়তা দেবে।
|