হংকংয়ের চিন হুই বিশ্ববিদ্যালয় ২৮ মে জানিয়েছে, চলতি বছর ভর্তির ক্ষেত্রে মূলভূভাগের নতুন ছাত্রছাত্রীর মধ্যে পঞ্চাশটিরও বেশি স্কলারশীপ দেবে। তাদের মধ্যে ১১টি স্কলারশীপ শ্রেষ্ঠ দরিদ্র ছাত্রছাত্রীকে দেবে।
জানা গেছে, এই বিশ্ববিদ্যালয় চলতি বছর মূলভূভাগের ১৩০জন স্নাতক ছাত্রছাত্রী ভর্তি করার পাশাপাশি এসব ছাত্রছাত্রীদের পঞ্চাশটিরও বেশি স্কলারশীপ দেবে। স্কলারশীপের জন্য ১৩০ লাখ হংকং ডলার ব্যয় হবে।
|