ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো ২৮ মে কুয়ালালামপুরে বলেছেন, ইসলামী দেশসমুহ বর্তমান বিশ্বে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ইসলামী দেশগুলোর যথাযথভাবে নিজের প্রাধান্য অন্বেষণ করে মিলিতভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলার প্রচেষ্টা চালানো উচিত।
একই দিন কুয়ালালামপুরে অনুষ্ঠিত তৃতীয় বিশ্ব ইসলামী অর্থনীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সুসিলো তাঁর ভাষণে বলেছেন, বিশ্বের জনসংখ্যায় ইসলামী দেশগুলোর জনসংখ্যা অনেক। ইসলামী দেশসমুহ বিশ্বের ৭০ শতাংশ জ্বালানি সম্পদ ও কাঁচা মালের চাহিদা পুরণ করে। ফলে ইসলামী দেশগুলোর উচিত বিশ্বের নতুন অর্থনৈতিক শৃঙ্খলায় নিজের ভূমিকাকে প্রতিষ্ঠিত করা ।
সুসিলো মনে করেন, ইসলামী দেশগুলোর চিরকাল কাঁচা মাল সরবরাহকারী দেশ থাকা উচিত নয়। তাদের পণ্যের অতিরিক্ত মূল্য বাড়ানোর ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ বাড়ানো এবং জনশক্তি উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া উচিত। তিনি আরো বলেছেন, ইসলামী দেশসমুহ অন্যান্য দেশ থেকে স্বার্থ লাভ করতে চাইলে আগে নিজের অবস্থার পরিবর্তন করতে হবে।
|