v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-29 17:46:21    
চীন ও ইউরোপের সার্বিক কৌশলগত অংশীদার সম্পর্ক উন্নত হবে

cri

    অষ্টম এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ২৮ মে উত্তর জার্মানীর হ্যামবার্গে অনুষ্ঠিত হয়েছে । এর আগে চীনের নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চেই ছি জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক ওয়াল্টার স্টেইনমেইর , ইইউ'র কূটনীতি বিষয়ক কর্মকর্তা বেনিটা ফেরেরো ওয়াল্ডনার ও ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জাভিয়ের সোলানার সমন্বয়ে গঠিত এই ত্রয়ীর সঙ্গে বৈঠক করেছেন । তথ্য মাধ্যম মনে করে , চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ইইউ'র ত্রয়ীর মধ্যেকার বৈঠকে দু'পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়নের দৃঢ়তা প্রকাশ পেয়েছে ।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চেই ছি ও ইইউ'র গঠিত ত্রয়ী আবহাওয়া পরিবর্তন , জ্বালানী সম্পদের নিরাপত্তা , সন্ত্রাস দমন , ইরানের পরমাণু সমস্যা ও ইরাক সমস্যাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আন্তরিকভাবে মত বিনিময় করেছেন । ফলে দু'পক্ষের ঐকমত্য বেড়েছে । এ সম্পর্কে ইয়াং চেই ছি বলেছেন :

    দু'পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরসফর আরো বেশি হয়েছে । বিভিন্ন পর্যায় ও মহলের রাজনৈতিক সংলাপে সাফল্য অর্জিত হয়েছে । আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে । তিনি মনে করেন , আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা সমস্যায় দু'পক্ষের ঐকমত্য বেড়েছে । উভয় পক্ষই চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়নের প্রবণতায় জন্য সন্তোষ প্রকাশ করে । জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমেইর বলেছেন :

    এখন পর্যন্ত চীন ও ইউরোপ ইরানের পরমাণু সমস্যার ব্যাপারে দু'টি বিষয় নিয়ে একমত হয়েছে । প্রথমতঃ , ইরানের ওপর আরো বেশি চাপ আরোপ করতে হবে । যাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ও দাবি মেটানো যায় । দ্বিতীয়তঃ , চীন ও ইউরোপ আলোচনার মাধ্যমে ইরানের সমস্যা সমাধানে একমত হয়েছে । দু'পক্ষই দৃঢ়ভাবে বল প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধানের বিরোধী ।

    এশিয়া ও ইউরোপ সম্মেলন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্দেশীয় সহযোগিতা ব্যবস্থা । তার মর্ম হল এশিয়া ও ইউরোপের নতুন ও সার্বিক অংশীদারি সম্পর্ক স্থাপন , পরস্পরের মধ্যে সংলাপ এবং সমঝোতা ও সহযোগিতা জোরদার করা । যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায় । বর্তমানে এশিয়া ও ইউরোপ সম্মেলনের সদস্য দেশের সংখ্যা হচ্ছে ৪৫টি । তাদের মধ্যে রয়েছে ইইউ'র ২৭টি দেশ , আসিয়ানের ১০টি দেশ এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়া ।

    ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জ্যাভিয়ের সোলানা প্রথমবারের মত এশিয়া ও ইউরোপ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নিয়েছেন । এ থেকে বুঝা যায় , আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ও বিশ্বের শান্তি রক্ষা , গুউরত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় চীনের ভূমিকার ওপর ইইউ অত্যন্ত গুরুত্ব দেয় । সোলানা জানিয়েছেন , ইয়াং চেই ছি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও সাক্ষাত্ হবে । দু'পক্ষ আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবে । তিনি বলেছেন

    আমরা ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চেই ছি এক গুরুত্বপূর্ণ কৌশলগত সংলাপ করেছি । আমি মনে করি , ভবিষ্যতে এ ব্যবস্থা বজায় রাখতে হবে । চীন একটি অতি গুরত্বপূর্ণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদার । আমাদের চীনের সঙ্গে সহযোগিতা করে অনেক আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হবে । পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চেই ছি'র সঙ্গে এসব সমস্যা নিয়ে মত বিনিময় করতে পারি আমি খুব খুশি পেরে ।