২৮ মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রাণাব মুখার্জি বলেছেন, ভারত লিবিয়ার সঙ্গে অর্থনীতি, পুঁজি বিনিয়োগ, বাণিজ্য ও সংস্কৃতিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র জোরদার করতে ইচ্ছুক এবং আফ্রিকায় লিবিয়ার সঙ্গে যৌথ পুঁজি বিনিয়োজিত প্রকল্প চালাতে ইচ্ছুক ।
এদিন মুখার্জী লিবিয়ায় তাঁর চারদিন সফর শেষ করেছেন । সফরকালে তিনি লিবিয়ার নেতৃবৃন্দের কাছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন শিং'এর চিঠি হস্তান্তর করেছেন । দু'পক্ষ পুঁজি বিনিয়োগ এবং সংবাদ ও সাংস্কৃতিক সহযোগিতা সংরক্ষণ ও জোরদার বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে ।
মুখার্জী বলেছেন, ভারত লিবিয়ার সঙ্গে যৌথ পুঁজি বিনিয়োজিত প্রকল্প চালাতে ইচ্ছুক ,বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং সফ্টওয়্যার ক্ষেত্রের সহযোগিতাকে জোরদার করতে চায় । ভারত আরো বেশি লিবিয়ার ছাত্রছাত্রীদের ভারতে লেখাপড়া করতে আসাকে স্বাগত জানায় ।
জানা গেছে, বর্তমানে ভারতের তিনটি তেল কোম্পানি লিবিয়ায় তেল ও গ্যাস ক্ষেত্রের ব্যবসা করছে ।
|