২৮ মে জার্মানীর হ্যামবার্গে এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কোচনারের সঙ্গে এক বৈঠক করেছেন । দু'পক্ষ প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক ।
বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেছেন, চীন ফ্রান্সের সঙ্গে প্রেসিডেন্ট হু চিন থাও এবং নিকোলাস সার্কোজির টেলিফোনে গৃহীত গুরুত্বপূর্ণ মতৈক্যকে বাস্তবায়ন করতে ইচ্ছুক এবং দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করে দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ভবিষ্যত সৃষ্টি করবে ।
বার্নার্ড কোচনার চীনের অভিমতকে গ্রহণ করেছেন । তিনি বলেছেন, ফ্রান্স চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় করতে ইচ্ছুক । এ ছাড়াও আর্থ-বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাসহ বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্নে যোগাযোগ ও সমন্বয় ঘনিষ্ঠ করবে । ফ্রান্স অব্যাহতভাবে একচীন নীতি অনুসরণ করবে ।
|