২৯ মে নেপালের জাতীয় সংবাদসংস্থার এক খবরে জানা গেছে, পূর্ব নেপালের একটি ভুটান শরণার্থী ক্যাম্পে দাঙ্গাহাঙ্গামা ঘটেছে । এতে ২ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে ।
জানা গেছে, ২৭ মে এই দাঙ্গাহাঙ্গামা শুরু হয়। শরণার্থী ক্যাম্পের দু'টি শরণার্থী দলের প্রবাসীদের স্থাপনা নিয়ে মতভেদের কারণে দাঙ্গাহাঙ্গামা ঘটে । পুলিশ আসার পর তারা পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়েছে । এ সময় পুলিশের গুলিবর্ষণে দু'জন শরণার্থী নিহত এবং বহু লোক আহত হয়েছে ।
২৮ মে দুপুরে দাঙ্গাহাঙ্গামার পরপরই স্থানীয় সরকার শরণার্থী ক্যাম্প এবং কাছাকাছি অঞ্চলে কার্ফিউ জারী করে । জাতিসংঘের শরণার্থী বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা কার্যালয় বিভিন্ন পক্ষের প্রতি সংযম বজায় রেখে নেপালের আইন অনুসরণ করা এবং সমাজের নিরাপত্তা সুরক্ষা করার অনুরোধ জানিয়েছে ।
|