প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ আন্তরিক শুভেচ্ছা। ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস আসছে, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের গীতিকবি পেং ইয়ে-এর লেখা এবং শিশু শিল্পী তুয়ান লি ইয়াং-এর গাওয়া কয়েকটি প্রচলিত শিশুদের গান শোনাবো। এ গানের মধ্য দিয়েই ছোট বন্ধুদের শিশু দিবসের শুভেচ্ছা জানাবো। তাহলে বন্ধুরা প্রথমেই শুনুন 'সবার সবই ভালো' গানটি।
(সংগীত-১)
এই শ্রুতিমধুর ও উষ্ণ গানটিতে আত্মীয়স্বজনের প্রতি শিশুদের ভালোবাসার কথা প্রকাশিত হয়েছে। গানের কথা হলঃ আমি কামনা করি নানা, নানী সুস্থ্য থাকুন এবং তারা চিরদিন জেগে থাক আমাদের হৃদয়ে। আমি কামনা করি, ছোট বন্ধুদের জীবন হাসিখুশিতে ভরে ওঠুক। তাদের ভেতর কোনো উত্কণ্ঠার লেশমাত্র দেখা না দিক। আমি কামনা করি, বাবামার মধ্যে পারস্পরিক ভালোবাসো অটুট থাক এবং তাদের উদ্যেশ্য সফল থেকে। আমি কামনা করি, যাদের আমি ভালোবাসি এবং যারা আমাকে ভালোবাসে, তাদের সবার অন্তরই সুন্দর, কোমল ও অতুলনীয় হোক।
এতক্ষণ আপনারা শুনলেন পেং ইয়ে-এর লেখা এবং তুয়ান লি ইয়াং-এর গাওয়া শিশুদের গান 'সবার সবই ভালো'।
গীতিকবি পেং ইয়ে হচ্ছেন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। কয়েক বছর আগে তিনি একটি মেয়ের বাবা হয়েছেন। তার মেয়ের জন্য তিনি 'হ্যালো নিউ নিউ' এই গানটি রচনা করেছেন। গানের কথা হলোঃ নিউ নিউ হচ্ছে একটি ভালো শিশু। সে কখনও অহেতুক কাঁদেনা বা অতিরিক্ত দুষ্টুমি করে না। সে সবসময় হাসিখুশি আর আনন্দের মধ্য দিয়ে বাবামার উত্কণ্ঠা দূর করে দেয়।
(সংগীত-২)
মেয়েটি দিনে দিনে বড় হওয়ার সঙ্গে সঙ্গে, পেং ইয়ে তার মেয়ের জন্য আরো সুন্দর সুন্দর গান সৃষ্টি করতে ইচ্ছুক। ৫ বছর ধরে, তিনি পর পর 'বাবামা, আমার কথা শুনুন', 'মা, আমি তোমাকে চুমু দিতে চাই'সহ ৩০টিরও বেশী গান সৃষ্টি করেছেন এবং রেকর্ড প্লেয়ার কোম্পানি সবগুলো গানই 'নতুন শিশুদের গান' শিরোনামে প্রকাশ করেছে। ফলে অনেক ছোট ও বড় বন্ধুদের কাছে তা প্রিয় হয়ে উঠেছে।
'নতুন শিশুদের গান' বহু ক্ষেত্রেই শিশুদের ঐতিহ্যগত গানের ধারাকে অতিক্রম করে এক নতুন আবহের সৃটি করেছে। গানগুলোতে সঙ্গীতের জনপ্রিয় উপাদানগুলোকে ব্যবহার করা হয়েছে নিজের মেধা ও যোগ্যতার ফসল হিসেবে। গানের বিষয় খুব সহজ, সুর যেন পেলবতায় ভরা। দ্রুতলয়ের ছন্দ এবং গাওয়ার ভঙ্গি খুবই আকর্ষণীয়। এ গান প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় আলতো করে।
(সংগীত-৩)
এখন আপনারা যে গানটি শুনছেন, তা তুয়ান লি ইয়াং-এর গাওয়া 'বাবামা, আমার কথা শুনুন'। গানটিতে বর্তমানে চীনের শিশুদের লেখাপড়ার চাপ ও চঞ্চলতার দিকটি সুষ্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ গানটিও শিশুদের কাছে প্রিয় হয়ে উঠেছে। শিশু শিল্পী তুয়ান লি ইয়াং'র কণ্ঠ খুবই নরম ও সুললিত। এ কারণে সংগীতাণুরাগীরা তুয়ান লি ইয়াং'র প্রতি আকৃষ্ট হয়েছে। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে শুনুন তুয়ান লি ইয়াং'র গাওয়া সেই গান 'থাং রাজবংশের কবিতা'।
(সংগীত-৪)
তুয়ান লি ইয়াং'র গান শুনলে, আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, তিনি গানের মধ্য দিয়ে বর্তমান চীনের শিশুদের চিন্তা ধারা ও জীবন যাত্রার কথা বলে সুস্থ, সুখী ও হাসিখুশি জীবনের দিকগুলোকে তুলে ধরেছেন সুন্দরভাবে। এ কথা নিসন্দেহে বলা যায়, তিনি হাজার হাজার শিশুদের প্রতিনিধিত্ব করে তাদের জন্য নিজের উত্কণ্ঠা ও আকাংক্ষার কথাটি বলেছেন।
আচ্ছা, বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি, আমরা এক সঙ্গে 'মাকে প্রশংসা করা' এই গানটি এখন শুনবো। গানের কথা হলঃ মা, ওমা, তোমার হৃদয়টা বিশাল। যেন একটি ছায়া সুনিবিড় শান্তির নীরের মত। তুমি বুদ্ধিমান এবং কতইনা দয়ালু। তোমার কোন তুলনা নেই। আমার হৃদয়ে তুমি আকাশের উজ্জ্বল নক্ষত্রের মত।
(সংগীত-৫)
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা গীতিকবি পেং ইয়ের রচিত ও শিশু শিল্পী তুয়ান লি ইয়াং-এর গাওয়া কয়েকটি প্রচলিত শিশুদের গান শোনালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।
|