v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-28 21:06:38    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৫/২৮

cri
    ২৩ এপ্রিল হল বিশ্ব বইপত্র ও স্বত্বাধিকার দিবস। ব্যাপক জনসাধারণের মধ্যে স্বত্বাধিকার রক্ষার প্রয়োজনীয়তা প্রচারের জন্য চীন সরকার সমগ্র দেশে নানা কর্মসূচী গ্রহণ করে। এ সব কর্মসুচীর মাধ্যমে চীনে মেধা স্বত্ব রক্ষা এবং নকল সিডি ও ভিসিডি প্রতিরোধের পরিবেশ সৃষ্টি হয়েছে। ২৯ মে সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন এই কর্মসূচী সম্পর্কিত এক বিস্তারিত প্রতিবেদন পড়ে শুনাবেন।

    হংকংয়ের চিত্র পরিচালক লিন ই হুয়া ছোটবেলা থেকে নাটক লেখা শুরু করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত নাটক দলের উদ্যক্তাদের মধ্যে একজন। লিন ই হুয়ার নাটক অদ্ভুত, কল্পনাপূর্ণ ও বিচিত্র বলে সুপরিচিত। গত বিশ বছরে লিন ই হুয়া চল্লিশটিরও বেশি নাটক লিখেছেন। তার নতুন নাটক "ম্যাদাম বোভারি"কে একটি পরীক্ষামূলক নাটক বলা যায়। ২৯ মে ইয়াং ওয়েই মিং লিন ই হুয়া ও তাঁর নাটক "ম্যাদাম বোভারি" এর পরিচয় দেবেন।

    ৩০ মে সমাজ দর্পন আসরে চীনের একজন তরুণের কাহিনী শোনানো হবে। তার নাম ওয়াং রুই কুয়াং। তার বয়স ৩৫ বছর। তবে তিনি কূটনীতিক, ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই তিনটি ভিন্ন অভিজ্ঞতা লাভ করেছেন। তাঁর কাহিনী শুনে আপনারা বর্তমান চীনা তরুণতরুণীদের চিন্তাভাবনার ওপর কিছু নতুন ধারণা পাবেন।

    চীনের উপকূলীয় উন্নত অঞ্চলগুলোর চেয়ে চীনের গ্রামাঞ্চলের আর্থিক পরিসেবা বরাবরই পিছিয়ে রয়েছে। ফলে গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থাভাব দেখা দেয়। সুতরাং গ্রামীণ আর্থিক সংস্কারকে দ্রুততর করা এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার পদক্ষেপকে এ বছর চীনের একটি প্রধান অর্থনৈতিক কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ১ জুন সেই গ্রাম এই জীবন আসরে চীনের গ্রামাঞ্চলে আর্থিক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে আলোচনা হবে।

    বন্ধুরা, চীনারা মনে করেন , সমাজের অর্ধেক আকাশ নারীদের কাঁধে আছে। ফলে চীনের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী দেখা যায়। ছাও হোং এমন একজন সাহসী ও জ্ঞানী প্রেস ফটোগ্রাফার। তিনি চীনের সেনচেন সংবাদপত্র গ্রুপে কাজ করেন। তিনি ফটোগ্রাফিতে স্বর্ণ পদক বিজয়ী প্রথম চীনা নারী। একজন প্রেস ফটোগ্রাফার হিসেবে তিনি ১৭ বছর ধরে যুগ এবং জীবন সম্পর্কে ছবি তুলে আসছেন। ১ জুন কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি প্রেস ফটোগ্রাফার ছাও হোং এর গল্প শোনাবেন।

    দোহায় অনুষ্ঠিত পঞ্চদশ এশিয়ান গেমসে চীনের কাজাখ জাতির ২২ বছর বয়স্ক ক্রীড়াবিদ দর্শকদের মনোযোগ আকৃষ্ট করেছে। যদিও তিনি শুধু পুরুষদের ৬৯ শ্রেণীর মুষ্টিযোদ্ধা বিভাগে ব্রোঞ্জপদক জয় করেছেন। কিন্তু মুষ্টিযোদ্ধা হিসেবে তিনি দর্শকদের প্রশংসা পেয়েছেন। এই মুষ্টিযোদ্ধার নাম হানিত । হানিত চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হাপাহো জেলায় বসবাস করেন। দশ বারো বছর আগে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে মুষ্টিযুদ্ধ চর্চা শুরু করেন। ২ জুন ওরা অনন্য আসরে থাং ইয়াও খান কাজাখ জাতির তরুণ মুষ্টিযোদ্ধা হানিতের কাহিনী আপনাদের বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।