চীনের সাধারণ শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে , আগামী পয়লা জুন থেকে চীনের শুল্ক বিভাগ চীনে প্রবেশকারী পর্যটকদেরঅতিরিক্ত গ্রন্থ , অডিও ও ভিডিও দ্রব্যের ওপর কর আদায় শুরু করবে ।
২০০৭ সালের পয়লা জুন চালু হওয়া "গণ প্রজাতন্ত্রী চীনের গমনাগমনের গ্রন্থ এবং অডিও ও ভিডিওজাত দ্রব্য তদারকী পদ্ধতি" অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য গ্রন্থ এবং অডিও ও ভিডিওজাত দ্রব্যের সংখ্যা সীমিত রাখা হবে ।শুল্ক বিভাগ অতিরিক্ত গ্রন্থ, অডিও ও ভিডিওজাতদ্রব্যের ওপর কর আদায় করবে ।
নতুন " পদ্ধতি" অনুযায়ী রাষ্ট্রেরনিরাপত্তা, মর্যাদা ও স্বার্থ লংঘন করে এমন ১২ ধরণের গ্রন্থ, অডিও ও ভিডিওজাত দ্রব্যের গমনাগমন নিষিদ্ধ করা হয়েছে ।
|