চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সুরাউদ ছুলানন্ত ২৮ মে পেইচিংয়ে চীন-থাইল্যান্ড কৌশলগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কার্যক্রমের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন । এতে উভয় পক্ষের ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তারিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ।
ওয়েন চিয়া পাও বলেছেন , এই পরিকল্পনা স্বাক্ষরিত হওয়ায় যেমন দু'দেশের দিন দিন ঘনিষ্ঠ হয়ে উঠার সম্ভাবনা দেখা দিয়েছে , তেমনি আসিয়ানের অন্যান্য দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ওপরও তা ইতিবাচক প্রভাব ফেলবে । উভয় পক্ষ অব্যাহতভাবে উচ্চ পর্যায়ের বিনিময় অব্যাহত রাখবে এবং আর্থ-বাণিজ্যিক , শিক্ষা ও সংস্কৃত এবং মাদক দূরীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে ওয়েন চিয়া পাও আশা প্রকাশ করেছেন ।
|