v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-28 19:32:21    
চীন জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ ও ই ইউর সঙ্গে আইনগত ব্যবস্থানির্মাণ জোরদার প্রকল্পচালু করে

cri
    সম্প্রতিজাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ, ই ইউ এবং চীনের সংশ্লিষ্টবিভাগযৌথভাবে পেইচিংয়ে চীনের আইনগত ব্যবস্থাজোরদার করার এক প্রকল্প চালু করেছে । প্রকল্পটিকে সহয়তা দেয়ার লক্ষেজাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ ও ই ইউ একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তিঅনুযায়ী তারা প্রকল্পটিতেএক কোটিরও বেশি মার্কিন ডলার বিনিয়োগ করেছে ।

    "সুষম উন্নয়ন ও গণতান্ত্রিকশাসন" নামক প্রকল্পটির মেয়াদ চার বছর । এতে মোট এক কোটি ৫লাখ মার্কিন ডলার ব্যয় হবে । এটা চীনে চালু করা অনুরূপ আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পগুলোর মধ্যে বৃহত্তম প্রকল্প।

    জানা গেছে , চীনের আইনগত ব্যবস্থানির্মাণ জোরদার করার ক্ষেত্রে প্রকল্পটি চীনের সর্বোচ্চ গণ আদালতের আইন সংস্কারকেসমর্থন করবে । আইনগত স্বচ্ছলতা ও ন্যায়সংগতদিকই জোরদার করবে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটিকে আইন বিষয়ক কমিটির আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ ও মতামত সংগ্রহেরকাজ পরিপূর্ণ করতে সাহায্য করবে ।

    প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় গণ কংগ্রেসের আইন প্রণয়ন কমিটির নীতিবিধি বিষয়ক কার্যালয়ের প্রধানওয়াং সাংসিন এ সম্পর্কে বলেছেন, বহু বছর ধরে অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনগত ব্যবস্থা মোটামুটি গড়ে তোলা হয়েছে । চীনের আইন প্রণয়ন কাজে অধিক থেকে  অধিকতরভাবে আইনের গুণগতমান এবং আইন প্রণয়নের গণতান্ত্রিকায়নকে গুরুত্ব দেয়া হচ্ছে । আইন প্রণয়নের গণতান্ত্রিকায়ন আইনের গুণগতমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ।

    ওয়াং সাংসিন বলেছেন, বিগত কয়েক বছরে সংবিধান ও সংশ্লিষ্ট আইনবিধি অনুযায়ী জাতীয় গণ কংগ্রেস ও স্থানীয় গণ কংগ্রেস তদারকী কাজ চালিয়েছে এবং অনবরতভাবে অভিজ্ঞতার সারসংকলন করেছে । গত বছর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটিতে গৃহীত" তদারকী আইন" এ বছরের জানুয়ারী মাসে চালু হয়েছে । আইনটি চালু হওয়ার ফলে জাতীয় গণ কংগ্রেসের তদারকী কাজে অনেক সহায়ক হবে ।

    মিঃ ওয়াং সাংসিন বলেছেন, চীনের গণতান্ত্রিকআইন ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়নপরিকল্পনা পরিষদ ও ই ইউর সঙ্গে সহযোগিতা থেকে চীন অনেক উপকৃত হবে । তার এই মতামতকে জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদের পেইচিং কার্যালয়ের প্রতিনিধি খালিদ মালিক সমর্থন করেন । তিনি বলেন , সকলেই জানেন যে , 'সহস্রাব্দী উন্নয়নেরলক্ষ্য' সহ জাতিসংঘের কয়েকটি প্রকল্প চীনের স্বচ্ছলজীবনযাপনের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত । যাতে সমাজ আরও সুষম এবং আরও ভারসাম্যসহ উন্নয়ন হতে পারে তার জন্য ন্যায়সংগতভাবে কাজ করার গুরুত্ব আমরা উপলব্ধি করেছি । এক্ষেত্রেআমরা চীন সরকার ও অন্যান্য প্রাসঙ্গিক বেসরকারী সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার এবং হিতকর পরিবেশ সৃষ্টি করতে ইচ্ছুক ।

    প্রকল্পটির আরেকটি উদ্দেশ্য হল চীনা নাগরিকদের সামাজিক সংস্থার উন্নয়নকেজোরদার করা এবং সরকারী বিভাগ ও অন্যান্য সামাজিক সদস্যদের সঙ্গে সংলাপ করতে নাগরিকদের সামাজিক সংস্থাকে সহায়দা দেয়া। এ সম্পর্কে চীনের বেসামরিক মন্ত্রণালয়ের জাতীয় বেসরকারী সংস্থা তদারকী ব্যুরোর প্রধান সুন ওয়েইলিন বলেছেন, বেসরকারী সংস্থার তদারকী নীতিবিধিকে পরিপূর্ণ করা , বেসরকারী সংস্থায় সামাজিক অংশগ্রহণকে সম্প্রসারণ করা এবং সরকার সহ সমাজ ও বেসরকারী সংস্থার যোগাযোগ ও বিনিময় তরান্বিত করার ব্যাপারে প্রকল্পটিচালু করতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি ।