গত বছর ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর ছিংহাই-তিব্বত রেলপথ কোম্পানি পরিসেবার গুণগত মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। তারা দেশি-বিদেশী পর্যটকদের জন্য অনুবাদ ও জরুরী চিকিত্সা সরবরাহ করছে।
ছিংহাই-তিব্বত রেলপথ কোম্পানি ১২ জন পেশাগত তিব্বতী ভাষা ও ইংরেজী ভাষার দোভাষীকে প্রশিক্ষণ দিয়েছে। তাঁরা রেলগাড়িতে কর্মী ও দোভাষীর কাজ করেন। তা ছাড়া, তিব্বতে প্রবেশকারী যাত্রীরা রেলগাড়িতে মালভূমি জনিত রোগ বা গুরুতর মালভূমির উচ্চতা জনিত প্রতিক্রিয়ার সম্ভাবনা বিবেচনা করে তারা ছিংহাই-তিব্বত রেলগাড়িতে বিশেষ চিকিত্সা কেন্দ্র স্থাপন করেছে। এই চিকিত্সা কেন্দ্রে যাত্রীদের জন্য জরুরী চিকিত্সা সেবা দেয়া যায়।
জানা গেছে, ছিংহাই-তিব্বত রেলগাড়ির রেস্তোরাঁ বগিটি তিব্বতী প্রথা অনুযায়ী সাজানো । সেখানে উচ্চ মানের পাশ্চাত্ত্য খাবার ও তিব্বতী খাবার দেয়া হয়।
|