২৮ মে প্রকাশিত চীনের প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান সম্পর্কিত দ্বিতীয় জরীপ রিপোর্টে বলা হয়েছে , ১৯৮৭ সালে চীনের প্রতিবন্ধী বিষয়ক প্রথম জরীপ রিপোর্টের তুলনায় প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান লক্ষণীয়ভাবে উন্নত হয়েছে । কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুস্থ মানুষের তুলনায় তাদের বিরাট ব্যবধান রয়েছে ।
জরীপ রিপোর্ট অনুযায়ী , চীনে ৫ থেকে ২০ বয়সী এবং ৭৪ বছরেরও বেশি বয়সী লোকদের মধ্যে প্রতিবন্ধীদের অনুপাত লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে । ১৯৮৭ সালের তুলনায় চীনের প্রতিবন্ধীদের সংখ্যা ১৮ লাখ কমে গেছে । এ ছাড়াও মারাত্মক চোখের ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার প্রতিবন্ধীদের সংখ্যাও বিপুলমাত্রায় নিম্নমুখি ।
রিপোর্টে আরো বলা হয়েছে , যদিও গত ২০ বছরে চীনের প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে । কিন্তু দেশের সার্বিক উন্নয়নের তুলনায় শিক্ষা , কর্মসংস্থান, চিকিত্সা ও আয়সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের ব্যাপক ব্যবধান বিরাজ করছে ।
|