২৮ মে চীনের ইয়াংসি নদীর সবচেয়ে উঁচু স্থান সিছুয়ান প্রদেশের চিয়াং আন জেলায় অবস্থিত সড়ক সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এটা হচ্ছে চীনের চিনশা নদী ও মিন নদীর সিছুয়ান প্রদেশের ইবিন শহরে এসে মিশে গিয়ে ইয়াংসি নদীতে পরিণত হওয়ার পর তার সবচেয়ে উঁচু স্থানে প্রথমবারের মত এই সেতুটি নির্মিত হয়েছে ।
নতুন নির্মিত চিয়াং আন ইয়াংসি নদীর সেতুর দৈর্ঘ্য ১০৯২ মিটার । এ সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৫.৫ কোটি ইউয়ান রেন মিন পি ।
এ সেতুর নির্মাণ দক্ষিণ সিছুয়ান প্রদেশের সড়কগুলোকে উন্নত করবে এবং সিছুয়ান ও ইউয়ুন্নান প্রদেশের পর্যটন ব্যবস্থায় সুবিধা এনে দেবে । এ ছাড়াও এ অঞ্চলের সম্পদের ব্যাপক উন্নয়ন, পরিবহন ও সংরক্ষণ এবং আঞ্চলিক অর্থনীতি ও সমাজের উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
|