গত কয়েক বছরে বিশ্বে হান ভাষা জনপ্রিয় করে তোলার জন্য কনফুশিয়াস ইনস্টিটিউট নামক কার্যক্রম দ্রুতভাবে প্রসারিত হয়েছে । এ পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলে ১৫৫টি কনফুশিয়াস ইনস্টিটিউট চালু হয়েছে । চীনের রাষ্ট্রীয় হান ভাষা জনপ্রিয় করে তোলা বিষয়ক কার্যালয়ের প্রধান ও কনফুশিয়াস ইনস্টিটিউটের সদর দফতরের মহাসচিব স্যু লিন সম্প্রতি বলেছেন , বিভিন্ন দেশের হান ভাষা চীনের সংস্কৃতি শিক্ষারত ব্যক্তিদের সহায়তা করা এবং কনফুশিয়াস ইনস্টিটিউটের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চীন আরো কার্যকর ব্যবস্থা নেবে ।
তিনি বলেছেন , কনফুশিয়াস ইনস্টিটিউটের সদর দফতর কনফুশিয়াস ইনস্টিটিউটের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা জোরদার করবে এবং যথাশীঘ্রই ইন্টারনেটের মাধ্যমে হান ভাষা পড়ানোর ব্যবস্থা চালু করবে । চীনের বেতারে ৩৮টি বিদেশী ভাষায় হান ভাষা শেখানোর অনুষ্ঠানকে আরো সংস্কার করা হবে এবং চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে হান ভাষা শেখানোর জন্য সংশ্লিষ্ট চ্যানেলও চালু করা হবে ।
|