চীনের নারীদের উসু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা-২০০৭ উত্তর - পূর্ব চীনের ছাংছুন শহরে অনুষ্ঠিত হচ্ছে । চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরোর উসু ব্যবস্থাপনা বিভাগের প্রধান ওয়াং সিয়াও লিন ২৭ মে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , বিশ্বে চীনের উসুকে জনপ্রিয় করে তোলা হচ্ছে ।
তিনি বলেছেন , বর্তমানে আন্তর্জাতিক উসু ফেডারেশনের সদস্যের সংখ্যা এক শো চৌদ্দটিতে দাঁড়িয়েছে । আন্তর্জাতিক উসু ফেডারেশনের উদ্যোগে দু'বছরে একটি বিশ্ব উসু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা, একটি বিশ্বকাপ উসু প্রতিযোগিতা এবং আরেকটি বিশ্ব কিশোর-কিশোরী উসু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এ ছাড়াও বিশ্বের জনগণের মধ্যে ঐতিহ্যবাহী উসু বিষয়ক ধারনা ও জ্ঞান উন্নত করার জন্য আন্তর্জাতিক উসু উত্সবেরও আয়োজন করা হয় ।
তিনি বলেছেন , চীন উসুকে অলিম্পিক গেমসের একটি আনুষ্ঠানিক ক্রীড়া বিভাগের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে । বিশ্বে উসু জনপ্রিয় করে তোলার ফলে বিশ্ব জনগণ শরীর চর্চা ও উপভোগের দিক থেকে উপকৃত হবে ।
|