মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের সামরিক শক্তি সংক্রান্ত যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে , সে সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি জানতে চেয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু বলেছেন , এই রিপোর্টে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় হীন উদ্দেশ্যে চীনের সামরিক শক্তি ও ব্যয় বাড়িয়ে দিয়েছে ও অব্যাহতভাবে চীনের তথাকথিত হুমকী বিষয়ক তত্ত্ব প্রচার করেছে , যা গুরুতরভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক রীতি- নীতির সুষ্পষ্ট লঙ্ঘন এবং নগ্নভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে । এ ব্যাপারে চীন তীব্র অসন্তোষ প্রকাশসহ দৃঢ়ভাবে এর বিরোধীতা করেছে ।
তিনি বলেছেন , চীন এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্ব শান্তি ত্বরান্বিত করার একটি প্রধান শক্তি । বিশ্ব সম্প্রদায় তা মানে । দেশের নিরাপত্তা ও ভূভাগীয় অখন্ডতা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় যে প্রতিরক্ষা প্রকল্প চালু করা হয় , তা যে কোন সার্বভৌম দেশের দায়িত্ব । যুক্তরাষ্ট্রের রিপোর্টে চীনের তথাকথিত হুমকী বিষয়ক যে তত্ত্ব প্রচার করছে , তা পুরোপুরি বিভ্রান্ত ও নিষ্ফল হবে ।
|