২৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গেছে, বুশ সরকার ইরাকে সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা শেষে ইরাকে তার নতুন কৌশল নিয়ে চিন্তা ভাবণা করছে। যেমন ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যা কমিয়ে দেয়া ও আল-কায়েদার ওপর আঘাত হানাসহ মার্কিন বাহিনীর ইরাকের বাহিনীকে প্রশিক্ষণ দেয়া।
জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস এবং ঢিফ অফ জয়েন্ট চেয়ারম্যান স্টাফের পিটার পিস ২৪ মে বলেছেন, সামরিক পক্ষের নেতৃবৃন্দ ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ পরিচালক জাভিড পেট্রাউস চলতি বছরের সেপ্টেম্বরে ইরাকে তার সৈন্য সংখ্যা বাড়ানোর সংশ্লিষ্ট রিপোর্টের পাশাপাশি ইরাকে নতুন কৌশল নিয়ে আলোচনা করবেন।
|