v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Friday Apr 4th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-28 17:15:31    
বিশ্ব কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রথম ফোরাম কিয়োটোয় শুরু  হয়েছে

cri
    জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট , রিতসুমেইকান এশীয় প্রশান্ত মহাসাগর বিশ্ববিদ্যালয় , হান ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়, জাপানে চীনের দূতাবাস এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রথম ফোরাম সম্প্রতি কিয়োটোর রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলের ৫৩টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং চীনের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ এবারের সম্মেলনে অংশ নিয়েছেন। এবার হচ্ছে বিদেশে অনুষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন।

    ওয়েন দাদা ,আস্সালামু আলাইকুম!

    ওয়ালাইকুম আস্সালাম!

    রিতসুমেইকানে আপনাকে স্বাগত জানাচ্ছি।

    ধন্যাবাদ!

    আমরা রিতসুমেইকান প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী, আমাদের সঙ্গে থাং রাজবংশের কবিতা বলবেন, ঠিক আছে?

    জি!

    আপনারা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর জাপান সফরকালে রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বলা কথা শুনছেন। রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের ১০৭ বছরের ইতিহাস রয়েছে। ২০০৫ সালে চীনের রাষ্ট্রীয় চীনা ভাষা কার্যলায় ও পিকিং বিশ্ববিদ্যালয়ের যৌথ সাহায্যে জাপানের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট এখানে গড়ে উঠেছে। সম্প্রতি বিশ্ব কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রথম ফোরাম কিয়োটোয় শুরু হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের ভাইস চেয়ারম্যান ছেন চিং ইউ ফোরামের অনুষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের নিজস্ব বৈশিষ্ট রয়েছে। এই ইনস্টিটিউট চীন ও জাপানের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষে ইতিবাচক অবদান রাখছে। তিনি বলেছেন,

    এবারের দু'দিনব্যাপী ফোরামের প্রসঙ্গ হলো "ভাষার প্রচার ও বিভিন্ন সংস্কৃতির সম্প্রীতিময় অবস্থান"। চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার ব্যাপারে সহায়তা করে যাচ্ছে। চীন আশা করে, হান ভাষা প্রচারের মাধ্যমে বিশ্বের জনগণ আরো ভালোভাবে আরো সরাসরিভাবে প্রাচীন, বৈচিত্র্যময় ও আধুনিক চীনকে জানতে পারবেন।

    রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল কায়াগুচি কিয়োফুমি ভাষণে বলেছেন, চীনের সংস্কৃতি,ভাষা ও সঠিক অবস্থান এবং গভীরভাবে বুঝতে পারার ফলে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের জন্য তা কল্যাণ সৃষ্টি করেছে। তিনি বলেছেন,

    আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সফরের মাধ্যমে পরবর্তীতে চীন ও জাপানের বিনিময় সহ আন্তর্জাতিক বিনিময় আরো উন্নত হবে। রিতসুমেইকান আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও উন্নয়নের দায়িত্ব পালন করতে পারার লক্ষে আরো বেশি প্রতিভা অন্বেষণ করবে ও প্রশিক্ষণ দেবে।

    প্রিন্সিপাল কায়াগুচি কিয়োফুমি আরো বলেছেন, আমি আশা করি, বিভিন্ন দেশের কনফুসিয়াস ইনস্টিটিউট এবারের সুযোগের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করতে সক্ষম হবে। যাতে চীনা ভাষা শিক্ষার জন্য আরো ভালো পরিবেশ সৃষ্টি করা যায়।

    জাপানে চীনের রাষ্ট্রদূত ওয়াং ই ফোরামে উপস্থিত ছিলেন এবং অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, চীন ও জাপান সুপ্রতিবেশী রাষ্ট্র। দেশ দৃ'টির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সাংস্কৃতিক বিনিময় রয়েছে। তিনি আশা করেন, কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিখতে, চীনকে বুঝতে এবং চীনের সংস্কৃতি জানতে আগ্রহী সকল লোকের জন্য অনেক সুযোগ ও সুবিধা এনে দিচ্ছে।

    কনফুসিয়াসের কথা ছিল, শান্তি খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু উদ্যোগ হচ্ছে মানুষ খুঁজে বের করার সর্বোচ্চ অবস্থা। আমি আশা করি, কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে আরো বেশি লোক শান্তি সুরক্ষা করা এবং একটি সুষম বিশ্ব গড়ে তোলার বিষয়টি যৌথভাবে চিন্তা করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China