v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-28 16:10:48    
পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রশংসা করেছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান

cri

    বন্ধুরা, বর্তমানে পেইচিং ইতিবাচকভাবে অলিম্পিক গেমস ২০০৮'র প্রস্তুতর পরিবেশেই আরেকটি গুরুত্বপূর্ন গেমস আয়োজন করতে যাছে। আর তা হল পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮। বর্তমানে আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান ফিলিপ ক্র্যাভেন পেইচিং সফর করেন। তিনি পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ পরিদর্শন করছেন। পরিদর্শনের পর ক্র্যাভেন পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রশংসা করেন। এবারের অনুষ্ঠানে আমি আপনাদের এ সম্পর্কে কিছু বলবো।

    ক্র্যাভেন ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ বছর বয়সে একবার পাহাড়ে উঠার সময় পড়ে দিয়ে প্রতিবন্ধী হন। এরপর তিনি হুইলচেয়ারে বাস্কেটবল খেলেন। ১৯৭২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি একটানা পাঁচবার প্রতিবন্ধী অলিম্পিক গেমসের হুইলচেয়ার বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি একজন খেলোয়াড় ছিলেন, সেজন্য তাঁর এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের মূল্যায়নের মানদন্ত হল সাংগঠনিক কমিটি খেলোয়াড়দের বাস্তবিকভাবে সেবা করবে কিনা? তিনি বলেছেন,

     'আমি মনে করি, মূল বিষয় হল খেলোয়াড়গণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা ও খেলোয়াড়দের সর্বশ্রেষ্ঠ সামর্থ্য প্রদর্শনের জন্য প্রস্তুতি নেয়া। আমরা জানি, তাঁরা এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য উদ্যোগী হয়ে কাছাবভাবে চার বছর অনুশীলন করেছেন। সে কারণে তাঁদের জন্য শ্রেষ্ঠ ব্যবস্থাসহ স্টেডিয়াম নির্মাণ করা উচিত। খেলোয়াড়দের গ্রাম তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উচিত তাঁদের সেখানে পরিবারে ফিরে আসার পরিবেশ সৃষ্টি করা। এছাড়া, খাদ্যের বহুমূখীনতা ও গুণগতমান তাঁদের বিশেষ চাহিদা মেটাতে সক্ষম হবে।

    তাহলে পেইচিং কি প্রস্তুতিমূলক কাজ করেছে?

    ক্র্যাভেন মনে করনে, অবাধ ব্যবস্থার নির্মাণও অলিম্পিক গেমসের সাফল্য লাভের একটি উপাদান। তিনি পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের অবাধ ব্যবস্থার নির্মাণ কাজের প্রশংসা করেন। তিনি বলেছেন, 'অবাধ ব্যবস্থা নির্মাণের সমস্যা শুধু সময়ের সমস্যা পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অনেক দেশের চেয়ে এ ক্ষেত্রে আরো সুষ্ঠুভাবে কাজ করেছে। আমি বিশ্বাস করি, পেইচিংয়ে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের আয়োজন পেইচিং সরকারের জন্য আরো বেশি অবাধ ব্যবস্থা নির্মাণকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।'

    ক্র্যাভেন বিশেষ করে পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের খেলোয়াড়দের গ্রামের স্নানাগারগুলোর ব্যবস্থা পরিদর্শন করেন। প্রতি সেট ঘরের তিনটি স্নানাগারের একটিতে হুইলচেয়ারে প্রবেশ করা যায় কিনা। অন্যান্য দু'টির ডিজাইন খুবই ছোট ও যৌক্তিক। ক্র্যাভেনের এসব ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন হল 'বিশ্বের সর্বোচ্চ পর্যায়'। তিনি বলেছেন, পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময়ে তিনি ৪হাজার খেলোয়াড়ের সঙ্গে সুবিধাজনক ব্যবস্থায় চীনের মহাপ্রাচীরে উঠবেন। কিন্তু গোপন ফাঁস না করার কারণে তিনি সংশ্লিষ্ট সুবিধার কথা কিছু বলেন নি।

    ক্র্যাভেন বলেছেন, ছয়দিনব্যাপী পেইচিং সফরের মাধ্যমে পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের ব্যাপারে তিনি সন্তুষ্ট হয়। যেমন, তিনি স্টেডিয়াম, পরিবহন ও বিমান বন্দরের ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রের প্রস্তুতিমূলক কাজের প্রশংসা করেন। তিনি বিশ্বাস করেন, সারা চীনে সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার পরিবেশে পেইচিংয়ে এবারের সাংস্কৃতিক, সম্প্রীতিময়, চিত্তাকর্ষক ও সফল প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজন করবে। তিনি বলেছেন, 'সাংস্কৃতিক সম্পদ প্রতিবন্ধী অলিম্পিক গেমস চীন সরকারের কৌশল ও নীতির সঙ্গে সংগতিপূর্ণ। একটি সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার ধারণা হল প্রেসিডেন্ট হু চিনথাও'র উত্থাপিত। ২০০৫ সালে আমি প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও'র সঙ্গে বৈঠকে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সমস্যা সম্পর্কে আলোচনার সময় তিনি এ ব্যাপারে উত্সাহ প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি, চীনের নেতৃবৃন্দের কথা অনুযায়ী পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস অলিম্পিক গেমস ২০০৮'র মতই ফলপ্রসূ হবে।'

    ক্র্যাভেন আন্তরিকভাবে আশা করেন, চীনের গণমাধ্যম পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সময় প্রচার সংক্রান্ত সকল প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। যাতে প্রতিবন্ধীদের ক্রীড়ার প্রতিমূর্তি ও প্রতিযোগিতার প্রক্রিয়া বিশ্বের কাছে তুলে ধরা যায়।

   

1 2