তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যান তেং সিয়াও কাং সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেনতু শহরে বলেছেন , তিব্বত দক্ষিণ এশীয় দেশগুলোর উন্মুক্তকরণ প্রবর্তনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হবে ।
তিনি বলেছেন , ছিংহাই-তিব্বত রেলপথ ও লিনচি বিমান বন্দরসহ বেশ কয়েকটি প্রধান বুনিয়াদি ব্যবস্থা চালু হওয়ার ফলে চীন ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্যের পথ আবার সক্রিয় হয়েছে । এ ছাড়াও দক্ষিণ এশিয়া ও চীনের অভ্যন্তভাগের বাজারকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ দিক এবং দক্ষিণ এশিয়ার উন্মুক্তকরণ প্রবর্তনের একটি প্রধান অঞ্চলে পরিণত হবে ।
তিনি বলেছেন , তিব্বত পর্যটন ও জলসেচ সম্পদে সমৃদ্ধ । কেন্দ্রীয় সরকার কর আদায় ও ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তিব্বতকে অগ্রাধিকার দিচ্ছে । এটা তিব্বতের উন্মুক্তকরণ বাড়ানো , দেশ-বিদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিময় জোরদার জোরদার করার জন্য আরো বেশি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে । পুঁজি বিনিয়োগের জন্য আরো বেশি দেশী- বিদেশী শিল্প প্রতিষ্ঠান তিব্বতে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন ।
|