২৭ মে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , ইরাকে যুক্তরাষ্ট্র ও ইরানের দুই রাষ্ট্রদূত ২৮ মে বাগদাদে বৈঠকে মিলিত হবেন । তারা ইরাকের সংকট নিরসনের ব্যাপারে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন ।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন , ইরাকের পররাষ্ট্র মন্ত্রী হোসিয়ার জেবারি ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার ও ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমির মধ্যেকার বৈঠকে অংশ নেবেন । অনুষ্ঠিতব্য মার্কিন-ইরান বৈঠক হল মে মাসের প্রথম দিকে মিসরের শার্ম-ইল-সেইকে অনুষ্ঠিত ইরাক সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের অর্জিত অন্যতম সাফল্য ।
অন্য এক খবরে প্রকাশ , ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইনি ২৭ মে বলেছেন , পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি ও ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উর্ধ্বতন প্রতিনিধি সোলানার ৩১মের বৈঠক মুলতুবী রাখা হবে । আগামী দফা বৈঠকের সময় ও স্থান আলোচনা করা হচ্ছে ।
|